দেশে ডলার সংকট নেই: গভর্নর
- সর্বশেষ আপডেট ১২:২৭:০৯ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
- / 70
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর জানিয়েছেন, বর্তমানে দেশে ডলার সংকট নেই এবং প্রয়োজন অনুযায়ী যেকোনো পরিমাণ পণ্য আমদানি করা সম্ভব। শনিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত চতুর্থ বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।
গভর্নর জানান, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ডলার বিনিময় হারকে বাজারভিত্তিক করা হয়েছে, যা ইতোমধ্যে ইতিবাচক ফল দিয়েছে। তিনি দাবি করেন, ব্যাংকিং খাতে আমদানির ক্ষেত্রে কোনো বাধা নেই; কেউ আমদানির সুযোগ না পেলে তা ব্যক্তিগত সীমাবদ্ধতার কারণে হয়ে থাকতে পারে। তার ভাষায়, আমদানির পর প্রয়োজনীয় অর্থ দেশে নিয়ে আসা ব্যবসায়ীদের নিজস্ব দায়িত্ব।
তিনি আরও বলেন, রমজানকে সামনে রেখে পণ্য সরবরাহে কোনো ধরনের ঝুঁকি বা অনিশ্চয়তা নেই। ইতোমধ্যে অধিকাংশ প্রয়োজনীয় পণ্যের আমদানি বেড়েছে, যা বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক হবে।
































