ঢাকা ০৫:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

দেশে চলতি ৮ মাসে ৩৯০ কন্যাশিশু ধর্ষণের শিকার

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৬:১৬:২৬ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫
  • / 73

দেশে চলতি ৮ মাসে ৩৯০ কন্যাশিশু ধর্ষণের শিকার

চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত দেশে ৩৯০ কন্যাশিশু ধর্ষণ ও গণধর্ষণের শিকার হয়েছেন। একই সময়ে ৫৪ কন্যাশিশু নারী যৌন হয়রানি ও নির্যাতনের শিকার হয়েছেন। এছাড়া আত্মহত্যা করেছে ১০৪টি শিশু।

জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরামের তৈরি প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছর আট মাসে ৩৪ শিশু অপহরণ ও পাচারের শিকার হয়েছেন, যাদের মধ্যে ১৮ জন কন্যাশিশু উদ্ধার করা সম্ভব হয়েছে। এছাড়া ৮৩ কন্যাশিশু খুন হয়েছেন এবং ৫০ কন্যাশিশুর রহস্যজনক মৃত্যু হয়েছে, যাদের মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি।

প্রতিবেদন শনিবার (৪ অক্টোবর) বিকেল ৩টার পর জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে সংবাদ সম্মেলনে তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরামের ন্যাশনাল কো-অর্ডিনেটর সৈয়দা আহসানা জামান এ্যানি বলেন, রাষ্ট্র সংস্কারের মাধ্যমে নারীবান্ধব পরিবেশ নিশ্চিত করতে হবে। এতে নারীরা ও কন্যাশিশুরা যেকোনো সময়ে ভয়বিহীনভাবে ঘর-বাড়ি থেকে বের হতে পারবে এবং নিরাপদে চলাফেরা করতে পারবে। তিনি আরও বলেন, কর্মক্ষেত্রেও নারীবান্ধব পরিবেশ তৈরি করা জরুরি।

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরামের সভাপতি ড. বদিউল আলম মজুমদার।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

দেশে চলতি ৮ মাসে ৩৯০ কন্যাশিশু ধর্ষণের শিকার

সর্বশেষ আপডেট ০৬:১৬:২৬ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫

চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত দেশে ৩৯০ কন্যাশিশু ধর্ষণ ও গণধর্ষণের শিকার হয়েছেন। একই সময়ে ৫৪ কন্যাশিশু নারী যৌন হয়রানি ও নির্যাতনের শিকার হয়েছেন। এছাড়া আত্মহত্যা করেছে ১০৪টি শিশু।

জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরামের তৈরি প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছর আট মাসে ৩৪ শিশু অপহরণ ও পাচারের শিকার হয়েছেন, যাদের মধ্যে ১৮ জন কন্যাশিশু উদ্ধার করা সম্ভব হয়েছে। এছাড়া ৮৩ কন্যাশিশু খুন হয়েছেন এবং ৫০ কন্যাশিশুর রহস্যজনক মৃত্যু হয়েছে, যাদের মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি।

প্রতিবেদন শনিবার (৪ অক্টোবর) বিকেল ৩টার পর জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে সংবাদ সম্মেলনে তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরামের ন্যাশনাল কো-অর্ডিনেটর সৈয়দা আহসানা জামান এ্যানি বলেন, রাষ্ট্র সংস্কারের মাধ্যমে নারীবান্ধব পরিবেশ নিশ্চিত করতে হবে। এতে নারীরা ও কন্যাশিশুরা যেকোনো সময়ে ভয়বিহীনভাবে ঘর-বাড়ি থেকে বের হতে পারবে এবং নিরাপদে চলাফেরা করতে পারবে। তিনি আরও বলেন, কর্মক্ষেত্রেও নারীবান্ধব পরিবেশ তৈরি করা জরুরি।

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরামের সভাপতি ড. বদিউল আলম মজুমদার।