ঢাকা ০৪:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

দেশ যেন আজ খালেদা জিয়াকে ঘিরে কাঁদছে: আলাল

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৮:২৭:৪১ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
  • / 60

দেশ যেন আজ খালেদা জিয়াকে ঘিরে কাঁদছে: আলাল

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল খালেদা জিয়ার চিকিৎসা চলাকালে আহ্বান জানিয়েছেন, হাসপাতালের আশপাশে অহেতুক ভিড় করা থেকে বিরত থাকতে। শনিবার (২৯ নভেম্বর) এক লাইভ বক্তব্যে তিনি বলেন, দীর্ঘ সংগ্রাম, ত্যাগ ও নির্যাতনের মধ্য দিয়ে খালেদা জিয়া আজ বাংলাদেশের আবেগের প্রতীক। রাজনৈতিক দল-মত নির্বিশেষে তিনি এখন গোটা জাতির অনুভূতির নাম। দেশ যেন আজ তাকে ঘিরে কাঁদছে

আলাল বলেন, যিনি সারাজীবন দেশের মানুষ ও নিপীড়িতের পাশে দাঁড়িয়েছেন, তার চিকিৎসাকে কেন্দ্র করে আমাদের আচরণে যেন অন্য কোনো রোগীর চিকিৎসা ব্যাহত না হয়। হাসপাতাল এলাকায় ভিড় করলে অন্যান্য রোগী ও তাদের স্বজনরা বিব্রত হতে পারেন। তাই চিকিৎসা নির্বিঘ্নে চলতে দেওয়াই আমাদের প্রধান দায়িত্ব।

তিনি আরও বলেন, খালেদা জিয়ার সুস্থতা আজ গোটা জাতির কামনা। মুসলমানদের প্রতি পাঁচ ওয়াক্ত নামাজের পর তার জন্য দোয়া করার আহ্বান জানান এবং অন্যান্য ধর্মাবলম্বীদেরও নিজ নিজ ধর্ম অনুযায়ী প্রার্থনা করার অনুরোধ জানান।

আলাল বিশেষভাবে উল্লেখ করেন, রাজধানীর এভারকেয়ার হাসপাতালের আশপাশে ভিড় না করে সবাই নিজ নিজ অবস্থান থেকে প্রার্থনা করবেন। তিনি বলেন, আল্লাহ যেন এই জীবন্ত কিংবদন্তিকে দ্রুত সুস্থ করে আবার জাতির মধ্যে ফিরিয়ে দেন—এটাই আজ আমাদের সবার কামনা।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

দেশ যেন আজ খালেদা জিয়াকে ঘিরে কাঁদছে: আলাল

সর্বশেষ আপডেট ০৮:২৭:৪১ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল খালেদা জিয়ার চিকিৎসা চলাকালে আহ্বান জানিয়েছেন, হাসপাতালের আশপাশে অহেতুক ভিড় করা থেকে বিরত থাকতে। শনিবার (২৯ নভেম্বর) এক লাইভ বক্তব্যে তিনি বলেন, দীর্ঘ সংগ্রাম, ত্যাগ ও নির্যাতনের মধ্য দিয়ে খালেদা জিয়া আজ বাংলাদেশের আবেগের প্রতীক। রাজনৈতিক দল-মত নির্বিশেষে তিনি এখন গোটা জাতির অনুভূতির নাম। দেশ যেন আজ তাকে ঘিরে কাঁদছে

আলাল বলেন, যিনি সারাজীবন দেশের মানুষ ও নিপীড়িতের পাশে দাঁড়িয়েছেন, তার চিকিৎসাকে কেন্দ্র করে আমাদের আচরণে যেন অন্য কোনো রোগীর চিকিৎসা ব্যাহত না হয়। হাসপাতাল এলাকায় ভিড় করলে অন্যান্য রোগী ও তাদের স্বজনরা বিব্রত হতে পারেন। তাই চিকিৎসা নির্বিঘ্নে চলতে দেওয়াই আমাদের প্রধান দায়িত্ব।

তিনি আরও বলেন, খালেদা জিয়ার সুস্থতা আজ গোটা জাতির কামনা। মুসলমানদের প্রতি পাঁচ ওয়াক্ত নামাজের পর তার জন্য দোয়া করার আহ্বান জানান এবং অন্যান্য ধর্মাবলম্বীদেরও নিজ নিজ ধর্ম অনুযায়ী প্রার্থনা করার অনুরোধ জানান।

আলাল বিশেষভাবে উল্লেখ করেন, রাজধানীর এভারকেয়ার হাসপাতালের আশপাশে ভিড় না করে সবাই নিজ নিজ অবস্থান থেকে প্রার্থনা করবেন। তিনি বলেন, আল্লাহ যেন এই জীবন্ত কিংবদন্তিকে দ্রুত সুস্থ করে আবার জাতির মধ্যে ফিরিয়ে দেন—এটাই আজ আমাদের সবার কামনা।