দুর্বৃত্তদের দেওয়া আগুনে ক্ষতিগ্রস্ত ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’
- সর্বশেষ আপডেট ১২:০৮:১৬ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
- / 86
মানিকগঞ্জ জেলা শহরে অবস্থিত ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে’ রোববার দিবাগত রাতে দুর্বৃত্তরা পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে। ঢাকা-আরিচা মহাসড়কে মানরা সেতুর দক্ষিণ পাশে পশ্চিম সেওতা এলাকায় স্মৃতিস্তম্ভটির অবস্থান।
সদর থানা-পুলিশ জানান, রোববার দিবাগত রাত প্রায় সাড়ে তিনটার দিকে একটি কালো রঙের প্রাইভেট কারে করে তিন ব্যক্তি স্মৃতিস্তম্ভের কাছে আসেন। তারা স্মৃতিস্তম্ভের আশপাশে থাকা গাড়ির টায়ার জড়ো করে তাতে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। খবর পেয়ে পুলিশ স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।
সোমবার (১ ডিসেম্বর) সকালে সরেজমিনে দেখা যায়, স্মৃতিস্তম্ভটি ধাতুর তৈরি হওয়ায় আগুনে এর নিচের কিছু অংশ পুড়ে কালো রং ধারণ করেছে।
ঘটনাটিকে ‘পরিকল্পিত নাশকতা’ বলে অভিযোগ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মানিকগঞ্জের সমন্বয়ক ওমর ফারুক। তিনি অভিযোগ করেন, “নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের সন্ত্রাসীরা দেশকে অস্থিতিশীল করতে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, যানবাহনে অগ্নিসংযোগ এবং জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ করে আসছে।”
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।


































