ঢাকা ০৬:১৫ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

দুর্গাপূজায় এ বছর ভারতে অর্ধেক ইলিশ রপ্তানির অনুমোদন

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৬:২২:২১ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
  • / 163

ইলিশ

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে এ বছর ভারতে ১,২০০ টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে বাংলাদেশ সরকার। যা গত বছরের তুলনায় অর্ধেক।

সোমবার (তারিখ) বাণিজ্য মন্ত্রণালয় এ–সংক্রান্ত আদেশ জারি করেছে সরকার।

আদেশে জানানো হয়, আগ্রহী রপ্তানিকারকেরা আগামী ১১ সেপ্টেম্বর অফিস চলাকালে হার্ড কপিতে আবেদন জমা দিতে পারবেন। আবেদনের সঙ্গে হালনাগাদ ট্রেড লাইসেন্স, ইআরসি, আয়কর সার্টিফিকেট, ভ্যাট সার্টিফিকেট, বিক্রয় চুক্তিপত্র, মৎস্য অধিদপ্তরের লাইসেন্সসহ সংশ্লিষ্ট দলিলাদি জমা দিতে হবে।

সরকার প্রতি কেজি ইলিশের ন্যূনতম রপ্তানি মূল্য সাড়ে ১২ মার্কিন ডলার নির্ধারণ করেছে। ইতিমধ্যে আহ্বান ব্যতিরেকেই আবেদন করা রপ্তানিকারকদেরও নতুনভাবে আবেদন করতে হবে।

গত বছরের তুলনায় এ বছর রপ্তানি কোটা অর্ধেক করা হয়েছে। ২০২৩ সালে প্রথমে ৩,০০০ টন ইলিশ রপ্তানির ঘোষণা দেওয়া হলেও পরে ২,৪২০ টনে সীমাবদ্ধ রাখা হয় এবং ৪৯টি প্রতিষ্ঠানকে অনুমতি দেওয়া হয়েছিল।

বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, অনুমোদিত পরিমাণের বেশি ইলিশ রপ্তানি করা যাবে না, অনুমতি হস্তান্তর বা সাব–কন্ট্রাক্ট দেওয়া যাবে না এবং অনুমোদিত প্রতিষ্ঠান ছাড়া অন্য কেউ রপ্তানিতে অংশ নিতে পারবে না। প্রয়োজনে সরকার যেকোনো সময় রপ্তানি বন্ধ করার ক্ষমতা সংরক্ষণ করবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

দুর্গাপূজায় এ বছর ভারতে অর্ধেক ইলিশ রপ্তানির অনুমোদন

সর্বশেষ আপডেট ০৬:২২:২১ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে এ বছর ভারতে ১,২০০ টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে বাংলাদেশ সরকার। যা গত বছরের তুলনায় অর্ধেক।

সোমবার (তারিখ) বাণিজ্য মন্ত্রণালয় এ–সংক্রান্ত আদেশ জারি করেছে সরকার।

আদেশে জানানো হয়, আগ্রহী রপ্তানিকারকেরা আগামী ১১ সেপ্টেম্বর অফিস চলাকালে হার্ড কপিতে আবেদন জমা দিতে পারবেন। আবেদনের সঙ্গে হালনাগাদ ট্রেড লাইসেন্স, ইআরসি, আয়কর সার্টিফিকেট, ভ্যাট সার্টিফিকেট, বিক্রয় চুক্তিপত্র, মৎস্য অধিদপ্তরের লাইসেন্সসহ সংশ্লিষ্ট দলিলাদি জমা দিতে হবে।

সরকার প্রতি কেজি ইলিশের ন্যূনতম রপ্তানি মূল্য সাড়ে ১২ মার্কিন ডলার নির্ধারণ করেছে। ইতিমধ্যে আহ্বান ব্যতিরেকেই আবেদন করা রপ্তানিকারকদেরও নতুনভাবে আবেদন করতে হবে।

গত বছরের তুলনায় এ বছর রপ্তানি কোটা অর্ধেক করা হয়েছে। ২০২৩ সালে প্রথমে ৩,০০০ টন ইলিশ রপ্তানির ঘোষণা দেওয়া হলেও পরে ২,৪২০ টনে সীমাবদ্ধ রাখা হয় এবং ৪৯টি প্রতিষ্ঠানকে অনুমতি দেওয়া হয়েছিল।

বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, অনুমোদিত পরিমাণের বেশি ইলিশ রপ্তানি করা যাবে না, অনুমতি হস্তান্তর বা সাব–কন্ট্রাক্ট দেওয়া যাবে না এবং অনুমোদিত প্রতিষ্ঠান ছাড়া অন্য কেউ রপ্তানিতে অংশ নিতে পারবে না। প্রয়োজনে সরকার যেকোনো সময় রপ্তানি বন্ধ করার ক্ষমতা সংরক্ষণ করবে।