দুর্গাপূজায় আইনশৃঙ্খলা রক্ষায় প্রস্তুত বাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা
- সর্বশেষ আপডেট ০৪:৫৯:৪৮ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
- / 108
আসন্ন শারদীয় দুর্গাপূজা সামনে রেখে ২৪ সেপ্টেম্বর থেকে আইনশৃঙ্খলা বাহিনী মাঠে থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানান, শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপন নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।
রোববার (২১ সেপ্টেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, দেশজুড়ে দুর্গাপূজার আয়োজন শুরু হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে বাহিনী প্রস্তুত থাকবে। পাশাপাশি, যারা নাশকতার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হবে। তৃণমূল পর্যায়ে যে কোনো ধরনের নাশকতার চেষ্টা প্রতিহত করার জন্যও প্রস্তুতি নেওয়া হয়েছে।































