দুবাইয়ে মিষ্টি জান্নাত, শেয়ার করছেন উষ্ণ মুহূর্ত
- সর্বশেষ আপডেট ০১:৩১:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫
- / 271
বাংলা সিনেমার আলোচিত অভিনেত্রী মিষ্টি জান্নাত বর্তমানে ছুটি কাটাতে অবস্থান করছেন মরুর শহর দুবাইয়ে। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও নিয়মিত সক্রিয় এই তারকা এবার ভ্রমণ অভিজ্ঞতা শেয়ার করে আলোচনায় এসেছেন।
দুবাই সফরের একাধিক ছবি ও ভিডিও ইনস্টাগ্রাম ও ফেসবুকে পোস্ট করেছেন মিষ্টি জান্নাত। সেখানে তাকে দেখা গেছে বুর্জ খলিফার সামনে থেকে শুরু করে শহরের নানা দৃষ্টিনন্দন লোকেশনে ঘুরে বেড়াতে। বিশেষ করে দুবাইয়ের সমুদ্র সৈকতে তার আকর্ষণীয় উপস্থিতি নেটিজেনদের মন কাড়ছে।

ছবিগুলোতে মিষ্টিকে প্রাণবন্ত, উচ্ছ্বসিত ও স্টাইলিশ ভঙ্গিতে দেখা যাচ্ছে, যা তার ভক্তদের নজর কাড়তে সময় নেয়নি। অনেকেই কমেন্ট করে জানিয়েছেন— তারা মুগ্ধ হয়েছেন এই ভ্রমণলগ্ন মেজাজে থাকা নায়িকার সৌন্দর্য ও ফ্যাশন সেন্সে।
একজন ভক্ত মন্তব্য করেন, “জায়গাটা অসাধারণ, আর আপনার উপস্থিতিও ছবিগুলোকে প্রাণবন্ত করেছে।” আরেকজন লেখেন, “আপনার হাসি আর ভ্রমণের দৃশ্যগুলো মন ভালো করে দিলো।”
সব মিলিয়ে, দুবাইয়ে ছুটি কাটাতে গিয়ে মিষ্টি জান্নাত যেভাবে সামাজিক মাধ্যমে উষ্ণতা ছড়াচ্ছেন, তাতে তার এই সফর হয়ে উঠেছে অনুরাগীদের জন্যও আনন্দের এক ভ্রমণ অভিজ্ঞতা।































