ঢাকা ১২:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

দুবাই এয়ারশোতে ভারতীয় যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট নিহত

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট ১০:০২:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
  • / 118

দুবাই এয়ারশোতে ভারতীয় যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট নিহত

দুবাই এয়ারশোতে আকাশ প্রদর্শনীর সময় ভারতের তৈরি হালকা যুদ্ধবিমান তেজস দুর্ঘটনায় পড়ে পাইলটের মৃত্যু হয়েছে। শুক্রবার অনুষ্ঠিত শোয়ের শেষ দিনে এই দুর্ঘটনা ঘটে।

অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়—উড়োজাহাজটি হঠাৎ নিচের দিকে ঝুঁকে যায় এবং কয়েক সেকেন্ডের মধ্যেই মাটিতে আঘাত হানার পর ভয়াবহ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের সাথে সাথে ঘন কালো ধোঁয়া আকাশে উঠে যায়।

দুবাই মিডিয়া অফিস জানায়, স্থানীয় সময় দুপুরের পরে দুর্ঘটনাটি ঘটে এবং জরুরি সেবা দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। তাদের বিবৃতিতে বলা হয়—ফ্লাইং ডিসপ্লের অংশ হিসেবে উড়তে থাকা ভারতীয় তেজস যুদ্ধবিমানটি ভেঙে পড়ার সঙ্গে সঙ্গে পাইলট ঘটনাস্থলেই প্রাণ হারান।

ভারতীয় বিমানবাহিনী এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করে জানায় যে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হচ্ছে। বিবৃতিতে আরও বলা হয়—পাইলটের পরিবারকে যথাযথ সহায়তা দেওয়া হবে।

দুবাই এয়ারশোর আয়োজকরা জানান, এ বছরের প্রদর্শনীতে প্রায় দেড় লাখ দর্শনার্থীর উপস্থিতি আশা করা হয়েছিল। মানুষের ভিড়ের মধ্যেই এই মর্মান্তিক ঘটনা পুরো পরিবেশকে শোকের আবহে ঢেকে দেয়।

চোখের সামনে দুর্ঘটনা দেখলেন দর্শনার্থীরা

দর্শকদের একজন, যুক্তরাজ্যের উইল গিলমোর, জানান—বিমানটি তখন উল্টো ভঙ্গিতে উড়ছিল। তিনি মনে করেছেন, পাইলট বিমানটি ঠিক করার চেষ্টা করেছিলেন, কিন্তু খুব নিচে নেমে যাওয়ায় আর সামাল দিতে পারেননি। গিলমোর বলেন, সবকিছু চোখের পলকে ঘটে যায় এবং কাউকে বের হয়ে আসতে দেখা যায়নি।

তিনি আরও জানান, বিস্ফোরণের পরেই সাইরেন বাজতে শুরু করে এবং নিরাপত্তা সদস্যরা দ্রুত ঘটনাস্থল ঘিরে ফেলে। কয়েক মুহূর্তের মধ্যেই পুরো এয়ারশো স্থানে শোকের আবহ নেমে আসে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

দুবাই এয়ারশোতে ভারতীয় যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট নিহত

সর্বশেষ আপডেট ১০:০২:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫

দুবাই এয়ারশোতে আকাশ প্রদর্শনীর সময় ভারতের তৈরি হালকা যুদ্ধবিমান তেজস দুর্ঘটনায় পড়ে পাইলটের মৃত্যু হয়েছে। শুক্রবার অনুষ্ঠিত শোয়ের শেষ দিনে এই দুর্ঘটনা ঘটে।

অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়—উড়োজাহাজটি হঠাৎ নিচের দিকে ঝুঁকে যায় এবং কয়েক সেকেন্ডের মধ্যেই মাটিতে আঘাত হানার পর ভয়াবহ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের সাথে সাথে ঘন কালো ধোঁয়া আকাশে উঠে যায়।

দুবাই মিডিয়া অফিস জানায়, স্থানীয় সময় দুপুরের পরে দুর্ঘটনাটি ঘটে এবং জরুরি সেবা দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। তাদের বিবৃতিতে বলা হয়—ফ্লাইং ডিসপ্লের অংশ হিসেবে উড়তে থাকা ভারতীয় তেজস যুদ্ধবিমানটি ভেঙে পড়ার সঙ্গে সঙ্গে পাইলট ঘটনাস্থলেই প্রাণ হারান।

ভারতীয় বিমানবাহিনী এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করে জানায় যে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হচ্ছে। বিবৃতিতে আরও বলা হয়—পাইলটের পরিবারকে যথাযথ সহায়তা দেওয়া হবে।

দুবাই এয়ারশোর আয়োজকরা জানান, এ বছরের প্রদর্শনীতে প্রায় দেড় লাখ দর্শনার্থীর উপস্থিতি আশা করা হয়েছিল। মানুষের ভিড়ের মধ্যেই এই মর্মান্তিক ঘটনা পুরো পরিবেশকে শোকের আবহে ঢেকে দেয়।

চোখের সামনে দুর্ঘটনা দেখলেন দর্শনার্থীরা

দর্শকদের একজন, যুক্তরাজ্যের উইল গিলমোর, জানান—বিমানটি তখন উল্টো ভঙ্গিতে উড়ছিল। তিনি মনে করেছেন, পাইলট বিমানটি ঠিক করার চেষ্টা করেছিলেন, কিন্তু খুব নিচে নেমে যাওয়ায় আর সামাল দিতে পারেননি। গিলমোর বলেন, সবকিছু চোখের পলকে ঘটে যায় এবং কাউকে বের হয়ে আসতে দেখা যায়নি।

তিনি আরও জানান, বিস্ফোরণের পরেই সাইরেন বাজতে শুরু করে এবং নিরাপত্তা সদস্যরা দ্রুত ঘটনাস্থল ঘিরে ফেলে। কয়েক মুহূর্তের মধ্যেই পুরো এয়ারশো স্থানে শোকের আবহ নেমে আসে।