জাকসু নির্বাচনের ফলাফল ঘোষণা সন্ধ্যায়
- সর্বশেষ আপডেট ১২:২০:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
- / 109
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান জানিয়েছেন, ভোট গণনা দুপুর আড়াইটার মধ্যে শেষ হবে। এরপর কিছু প্রস্তুতি আছে, আনুমানিক সন্ধ্যা ৭টার মধ্যে ফল ঘোষণার প্রত্যাশা করা যাচ্ছে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) গণমাধ্যমকে এ কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান।
জাকসু নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তারের পদত্যাগের বিষয়ে তিনি বলেন, একজন নির্বাচন কমিশনারের যে কথা বলা হচ্ছে, তার কোনো ফর্মাল পদত্যাগপত্র আসেনি ফলে ফর্মাল তথ্য নেই।
প্রধান নির্বাচন কমিশনার আরও বলেন, লাভ-লোকসান দেখে গণনার কাজ করছি না। জাকসুর যে বিধি আছে সে অনুযায়ী কাজ করছি।
এর আগে এই নির্বাচনের নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক লুৎফুল এলাহী জানান, ২১ কেন্দ্রের মধ্যে ১৫ কেন্দ্রের ভোট গণনা শেষ হয়েছে। দুপুর নাগাদ চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে।
তিনি বলেন, “নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা নিরলসভাবে কাজ করছেন, আশা করছি দুপুর ২টার মধ্যে পূর্ণাঙ্গ ফলাফল ঘোষণা করা যাবে।”
এর আগে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। রাত সোয়া ১০টা থেকে শুরু হয় ভোট গণনা, যা টানা তিন দিন ধরে চলছে। এ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ১১ হাজার ৮৯৭। এর মধ্যে ছাত্র ৬ হাজার ১১৫ এবং ছাত্রী ৫ হাজার ৭২৮ জন। প্রায় ৬৭-৬৮ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
নির্বাচনকে ঘিরে নানা নাটকীয় পরিস্থিতি তৈরি হয়। ছাত্রদলসহ চারটি প্যানেল নির্বাচন বয়কট করে এবং লেভেল প্লেইং ফিল্ড না থাকা ও অনিয়মের অভিযোগ তুলে বিএনপিপন্থি চার শিক্ষকসহ একজন নির্বাচন কমিশনার পদত্যাগ করেন। তবে এসব বিতর্কের মধ্যেই অবশেষে ভোট গণনার প্রক্রিয়া শেষ পর্যায়ে পৌঁছেছে।





































