ঢাকা ১০:২৩ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

দুই দিনের সফরে দিল্লিতে রুশ প্রেসিডেন্ট পুতিন

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৮:৪৩:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
  • / 73

দুই দিনের সফরে দিল্লিতে রুশ প্রেসিডেন্ট পুতিন

দুই দিনের সফরে ভারতে পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার সন্ধ্যায় দিল্লির পালাম বিমানঘাঁটিতে তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ইউক্রেন যুদ্ধ শুরুর পর এটাই প্রথমবার কোনো ভারত সফর করলেন রুশ প্রেসিডেন্ট।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আগামীকাল শুক্রবার প্রধানমন্ত্রী মোদির সঙ্গে পুতিনের বৈঠক অনুষ্ঠিত হবে। এর আগে রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানাবেন।

ভারত ও রাশিয়া প্রতিবছর একটি করে শীর্ষ সম্মেলনে মিলিত হয়। এবারের সম্মেলনটি অনুষ্ঠিত হবে দিল্লির হায়দরাবাদ হাউসে।

দুই দেশের মধ্যে প্রতিরক্ষা, জ্বালানি ও অন্যান্য বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। পুতিনের এ সফরে এসব ক্ষেত্রেই প্রধানত আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: বিবিসি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

দুই দিনের সফরে দিল্লিতে রুশ প্রেসিডেন্ট পুতিন

সর্বশেষ আপডেট ০৮:৪৩:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫

দুই দিনের সফরে ভারতে পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার সন্ধ্যায় দিল্লির পালাম বিমানঘাঁটিতে তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ইউক্রেন যুদ্ধ শুরুর পর এটাই প্রথমবার কোনো ভারত সফর করলেন রুশ প্রেসিডেন্ট।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আগামীকাল শুক্রবার প্রধানমন্ত্রী মোদির সঙ্গে পুতিনের বৈঠক অনুষ্ঠিত হবে। এর আগে রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানাবেন।

ভারত ও রাশিয়া প্রতিবছর একটি করে শীর্ষ সম্মেলনে মিলিত হয়। এবারের সম্মেলনটি অনুষ্ঠিত হবে দিল্লির হায়দরাবাদ হাউসে।

দুই দেশের মধ্যে প্রতিরক্ষা, জ্বালানি ও অন্যান্য বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। পুতিনের এ সফরে এসব ক্ষেত্রেই প্রধানত আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: বিবিসি।