ঢাকা ১১:২০ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

দুই ঘণ্টা পর খাঁচায় ঢুকানো হলো সিংহী ডেইজিকে

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৮:৩৭:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫
  • / 90

দুই ঘণ্টা পর খাঁচায় ঢুকানো হলো সিংহী ডেইজিকে

ঢাকার মিরপুর জাতীয় চিড়িয়াখানার খাঁচা থেকে বের হয়ে যাওয়া সিংহী ডেইজিকে খাঁচায় ফিরিয়ে আনা হয়েছে। আনুমানিক সন্ধ্যা ৭টার দিকে তাকে পুনরায় খাঁচায় রাখা হয়েছে। কীভাবে সিংহীটি খাঁচা থেকে বের হয়েছে তা জানতে একটি তদন্ত কমিটি গঠন করা হবে।

জাতীয় চিড়িয়াখানার পরিচালক ড. রফিকুল ইসলাম তালুকদার শুক্রবার (৫ ডিসেম্বর) এই তথ্য নিশ্চিত করেন। তিনি  জানান, “হ্যাঁ, সিংহী ডেইজিকে খাঁচায় ফিরিয়ে আনা হয়েছে। এখন আমরা একটু হাসতে পারছি।”

ডিরেক্টর জানান, খাঁচা থেকে বের হওয়ার সঠিক কারণ এখনো জানা যায়নি। তাদের মূল ব্যস্ততা ছিল সিংহীকে নিরাপদভাবে উদ্ধার করার দিকে। “আমরা ধারণা করছি সিংহীটি গেইট ব্যবহার করে বের হয়েছে। খাঁচাটি সুরক্ষিত, তাই গেইটটি কীভাবে খোলা ছিল, তা বের করতে হবে।”

তিনি আরও বলেন, তদন্তের জন্য তিন সদস্যের একটি কমিটি গঠন করা হবে। তবে এখনও এটি করা হয়নি।

হতাহতের বিষয়ে ড. রফিকুল জানান, “আমাদের কোনো কর্মী বা দর্শনার্থী আহত হননি। সিংহীকে আরও আগেই উদ্ধার করা যেত, তবে সবার নিরাপত্তা বিবেচনায় সময় নেওয়া হয়েছে।”

চিড়িয়াখানার কিউরেটর ড. আতিকুর রহমান বলেন, “সিংহী এখন খাঁচার মধ্যে আছে এবং নিরাপত্তা নিশ্চিত। কীভাবে বের হয়েছে, তা পরে বোঝা যাবে। সম্ভবত তালা ভুলবশত খোলা বা প্রাণিরা খেলতে খেলতে তালা ভেঙে ফেলেছে।”

ঘটনার সময় সিংহীটি খাঁচার মধ্যে তার নিজস্ব এলাকা থেকে বের হয়েছিল। খাবার দেওয়ার পর তাকে অচেতন করতে এনেস্থিসিয়া ইনজেকশন দেওয়া হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

দুই ঘণ্টা পর খাঁচায় ঢুকানো হলো সিংহী ডেইজিকে

সর্বশেষ আপডেট ০৮:৩৭:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫

ঢাকার মিরপুর জাতীয় চিড়িয়াখানার খাঁচা থেকে বের হয়ে যাওয়া সিংহী ডেইজিকে খাঁচায় ফিরিয়ে আনা হয়েছে। আনুমানিক সন্ধ্যা ৭টার দিকে তাকে পুনরায় খাঁচায় রাখা হয়েছে। কীভাবে সিংহীটি খাঁচা থেকে বের হয়েছে তা জানতে একটি তদন্ত কমিটি গঠন করা হবে।

জাতীয় চিড়িয়াখানার পরিচালক ড. রফিকুল ইসলাম তালুকদার শুক্রবার (৫ ডিসেম্বর) এই তথ্য নিশ্চিত করেন। তিনি  জানান, “হ্যাঁ, সিংহী ডেইজিকে খাঁচায় ফিরিয়ে আনা হয়েছে। এখন আমরা একটু হাসতে পারছি।”

ডিরেক্টর জানান, খাঁচা থেকে বের হওয়ার সঠিক কারণ এখনো জানা যায়নি। তাদের মূল ব্যস্ততা ছিল সিংহীকে নিরাপদভাবে উদ্ধার করার দিকে। “আমরা ধারণা করছি সিংহীটি গেইট ব্যবহার করে বের হয়েছে। খাঁচাটি সুরক্ষিত, তাই গেইটটি কীভাবে খোলা ছিল, তা বের করতে হবে।”

তিনি আরও বলেন, তদন্তের জন্য তিন সদস্যের একটি কমিটি গঠন করা হবে। তবে এখনও এটি করা হয়নি।

হতাহতের বিষয়ে ড. রফিকুল জানান, “আমাদের কোনো কর্মী বা দর্শনার্থী আহত হননি। সিংহীকে আরও আগেই উদ্ধার করা যেত, তবে সবার নিরাপত্তা বিবেচনায় সময় নেওয়া হয়েছে।”

চিড়িয়াখানার কিউরেটর ড. আতিকুর রহমান বলেন, “সিংহী এখন খাঁচার মধ্যে আছে এবং নিরাপত্তা নিশ্চিত। কীভাবে বের হয়েছে, তা পরে বোঝা যাবে। সম্ভবত তালা ভুলবশত খোলা বা প্রাণিরা খেলতে খেলতে তালা ভেঙে ফেলেছে।”

ঘটনার সময় সিংহীটি খাঁচার মধ্যে তার নিজস্ব এলাকা থেকে বের হয়েছিল। খাবার দেওয়ার পর তাকে অচেতন করতে এনেস্থিসিয়া ইনজেকশন দেওয়া হয়।