দীঘিনালার বন্যায় ক্ষতিগ্রস্ত শত পরিবার পেল চাল সহায়তা
- সর্বশেষ আপডেট ০৭:৩৮:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫
- / 224
টানা ৪৮ ঘণ্টার বৃষ্টিপাতে দীঘিনালা উপজেলার বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়ে এবং ব্যাপক বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। এতে বিশেষ করে দিনমজুর ও হতদরিদ্র শ্রেণির মানুষরা চরম বিপাকে পড়েন।
এই সংকটময় মুহূর্তে হতদরিদ্র ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সংগঠনটির নেতৃত্বে ১০০টি পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।
এই মানবিক সহায়তা কার্যক্রমে সহযোগিতা করেছে দীঘিনালা উপজেলা প্রশাসন, এবং ছাত্র প্রতিনিধিরা ছিলেন—খালেদ হাসান রবিন, কবির আহমদ, কবাখালী মোঃ মারুফ, দীঘিনালা মোঃ মারুফ। ছাত্র প্রতিনিধি খালেদ হাসান রবিন বলেন, “গরিবদের পাশে আমরা আছি, আমরা থাকবো, ত্রাণ বিতরণ অব্যাহত থাকবে।”
চাল বিতরণ কার্যক্রমে স্থানীয় মানুষ কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এই ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে প্রত্যাশা করেন।































