ঢাকা ০৯:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

দীঘিনালায় শান্তি ও সম্প্রীতি রক্ষায় সেনাবাহিনীর কার্যক্রম

প্রমোদ কুমার মুৎসুদ্দী, দিঘীনালা (খাগড়াছড়ি)
  • সর্বশেষ আপডেট ০৪:০৭:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
  • / 93

দীঘিনালায় শান্তি ও সম্প্রীতি রক্ষায় সেনাবাহিনীর কার্যক্রম

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় শান্তি, স্থিতিশীলতা ও সামাজিক সম্প্রীতি বজায় রাখতে বাংলাদেশ সেনাবাহিনী নিয়মিতভাবে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করছে।

দীঘিনালা সেনা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. ওমর ফারুক, পিএসসি-এর নির্দেশনায় ক্যাপ্টেন আবু রায়হানের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল কবাখালী ইউনিয়নের ডানে কবাখালী, জোড়া ব্রিজ ও ব্যারাকছড়া এলাকায় নিয়মিত টহল ও দায়িত্ব পালন করছে।

সাধারণ মানুষের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং সন্ত্রাসী কর্মকাণ্ডকে কেন্দ্র করে সৃষ্ট বিভ্রান্তি ও ভুল ধারণা দূর করার লক্ষ্যে সেনাসদস্যরা স্থানীয় বাসিন্দাদের বাড়ি বাড়ি গিয়ে খোঁজখবর নিচ্ছেন ও কুশলাদি বিনিময় করছেন। পাশাপাশি শীতার্ত ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

এছাড়াও স্থানীয় জনগণ, বিশেষ করে তরুণদের খেলাধুলা ও বিনোদনে উৎসাহিত করতে ভলিবল ও নেট বিতরণ করা হয়। প্রত্যন্ত এলাকার মানুষের সঙ্গে প্রীতি ভলিবল ম্যাচ আয়োজনের মাধ্যমে সেনাবাহিনী ও পাহাড়ি জনগোষ্ঠীর মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, পাহাড়ি অঞ্চলে দীর্ঘমেয়াদি শান্তি নিশ্চিত করা এবং সেনাবাহিনীর প্রতি জনগণের আস্থা বাড়াতে এ ধরনের মানবিক ও জনসম্পৃক্ত কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এসব উদ্যোগে স্থানীয় পাহাড়ি জনগণ সন্তোষ ও আনন্দ প্রকাশ করে দীঘিনালা সেনা জোনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

দীঘিনালায় শান্তি ও সম্প্রীতি রক্ষায় সেনাবাহিনীর কার্যক্রম

সর্বশেষ আপডেট ০৪:০৭:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় শান্তি, স্থিতিশীলতা ও সামাজিক সম্প্রীতি বজায় রাখতে বাংলাদেশ সেনাবাহিনী নিয়মিতভাবে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করছে।

দীঘিনালা সেনা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. ওমর ফারুক, পিএসসি-এর নির্দেশনায় ক্যাপ্টেন আবু রায়হানের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল কবাখালী ইউনিয়নের ডানে কবাখালী, জোড়া ব্রিজ ও ব্যারাকছড়া এলাকায় নিয়মিত টহল ও দায়িত্ব পালন করছে।

সাধারণ মানুষের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং সন্ত্রাসী কর্মকাণ্ডকে কেন্দ্র করে সৃষ্ট বিভ্রান্তি ও ভুল ধারণা দূর করার লক্ষ্যে সেনাসদস্যরা স্থানীয় বাসিন্দাদের বাড়ি বাড়ি গিয়ে খোঁজখবর নিচ্ছেন ও কুশলাদি বিনিময় করছেন। পাশাপাশি শীতার্ত ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

এছাড়াও স্থানীয় জনগণ, বিশেষ করে তরুণদের খেলাধুলা ও বিনোদনে উৎসাহিত করতে ভলিবল ও নেট বিতরণ করা হয়। প্রত্যন্ত এলাকার মানুষের সঙ্গে প্রীতি ভলিবল ম্যাচ আয়োজনের মাধ্যমে সেনাবাহিনী ও পাহাড়ি জনগোষ্ঠীর মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, পাহাড়ি অঞ্চলে দীর্ঘমেয়াদি শান্তি নিশ্চিত করা এবং সেনাবাহিনীর প্রতি জনগণের আস্থা বাড়াতে এ ধরনের মানবিক ও জনসম্পৃক্ত কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এসব উদ্যোগে স্থানীয় পাহাড়ি জনগণ সন্তোষ ও আনন্দ প্রকাশ করে দীঘিনালা সেনা জোনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।