দীঘিনালায় লাইনম্যানকে মারধর করেছে পুলিশ ফাঁড়ির ইনচার্জ
- সর্বশেষ আপডেট ০৬:৫২:৫৪ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫
- / 221
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মেরূং ইউনিয়নে পুলিশ ফাঁড়ির ইনচার্জ কর্তৃক ডিজিটাল কমিউনিকেশন সার্ভিসেস (ডিসি)-এর লাইনম্যানকে মারধরের অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, মেরূং পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নাজমুল হোসেন ফ্রি ওয়াই-ফাই লাইন দেওয়ার জন্য চাপ সৃষ্টি করেন। কিন্তু ডিসির লাইনম্যান ইসমাইল হোসেন বিনামূল্যে লাইন দেওয়ার অপারগতা প্রকাশ করলে ক্ষিপ্ত হয়ে তাকে শারীরিকভাবে নির্যাতন করেন।
এসময় লাইনম্যান ইসমাইলকে মারধর করে আহত করলে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে দীঘিনালা সদর হাসপাতালে ভর্তি করেন। পাশাপাশি পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইসমাইলের ব্যবহৃত মোটরসাইকেলটি অবৈধ দাবি করে ফাঁড়িতে আটক করে রাখেন বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় এলাকায় ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়রা অভিযোগ করেন, একজন সরকারি দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তার এমন আচরণ অমানবিক এবং দায়িত্বজ্ঞানহীন।
এ ব্যাপারে ভুক্তভোগী লাইনম্যান ইসমাইল সাংবাদিকদের জানান,
“আমি নিয়ম অনুযায়ী লাইন দেওয়ার কথা বলেছিলাম। কিন্তু তিনি বিনামূল্যে দেওয়ার জন্য চাপ দেন। আমি অস্বীকৃতি জানালে হঠাৎ করেই আমাকে মারধর করেন এবং আমার মোটরসাইকেলও আটক করেন।”
ঘটনা প্রসঙ্গে মেরূং পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নাজমুল হোসেনকে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ মানুষ এ ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক দায়ী কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
































