দীঘিনালায় চেতনানাশক স্প্রে ছড়িয়ে দুই বাড়িতে চুরি
- সর্বশেষ আপডেট ০২:০৫:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
- / 182
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের রন্তমহন মেম্বার পাড়া এলাকায় চেতনানাশক স্প্রে ছড়িয়ে দুইটি বাড়িতে বড় ধরনের চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (১৪ নভেম্বর) গভীর রাতে অজ্ঞাত চোরেরা পরিবারের সদস্যদের অচেতন করে ঘরে ঢুকে স্বর্ণালংকার ও নগদ অর্থ লুট করে নিয়ে যায়।
চুরির শিকার বাড়িগুলো হল—আপন বড়ুয়ার বসতবাড়ি এবং মৃত স্বপন মাস্টারের পরিবার। ভুক্তভোগীদের দাবি, চোরেরা ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে স্টিলের আলমারি ভেঙে সাড়ে তিন ভরি স্বর্ণালংকার এবং নগদ এক লাখ ৮০ হাজার টাকা নিয়ে গেছে।
চেতনানাশক স্প্রের প্রভাবে পরিবারের তিনজন অচেতন হয়ে পড়েন। পরে তাদের উদ্ধার করে দীঘিনালা সদর হাসপাতালে ভর্তি করা হয় এবং একদিন চিকিৎসাধীন থাকার পর তাদের অবস্থা উন্নতি হয়।
ঘটনার পর আপন বড়ুয়া দীঘিনালা থানায় লিখিত অভিযোগ করেন। দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকারিয়া জানান, ঘটনার তদন্ত চলছে এবং খুব দ্রুত জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
স্থানীয়রা এ ধরনের ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং অপরাধচক্রকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।



































