দীঘিনালায় অবৈধ বালু জব্দে প্রশাসনের অভিযান
- সর্বশেষ আপডেট ০৮:১৯:০৮ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫
- / 291
খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালা উপজেলার ৫নং বাবুছড়া ইউনিয়নে প্রশাসনের অভিযানে অবৈধভাবে উত্তোলন করা বিপুল পরিমাণ বালু জব্দ করা হয়েছে।
বুধবার (২২ অক্টোবর) বিকেল ৪টার দিকে বাবুছড়া বাজার এলাকায় সহকারী কমিশনার (ভূমি) শফিউল আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে উপস্থিত ছিলেন ভূমি অফিসের সার্ভেয়ার সুমতি জীবন চাকমা ও মোহাম্মদ রেজাউল করিম।
অভিযান চলাকালে অবৈধভাবে উত্তোলন করা বালুর পাশাপাশি একটি স্যালু মেশিনও জব্দ করা হয়। তবে অভিযানের সময় সংশ্লিষ্ট কাউকে আটক করা সম্ভব হয়নি।
সহকারী কমিশনার (ভূমি) শফিউল আলম বলেন, “অবৈধভাবে বালু উত্তোলন পরিবেশের মারাত্মক ক্ষতি করছে। এই ধরনের কার্যক্রমের বিরুদ্ধে প্রশাসনের অভিযান চলমান থাকবে।”
এদিকে স্থানীয় সচেতন নাগরিকরা প্রশাসনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। তারা পরিবেশ ও নদী রক্ষায় নিয়মিত এমন অভিযান পরিচালনার আহ্বান জানিয়েছেন।



































