ঢাকা ০৭:১৬ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

দিল্লির বার্তার পর জাকির নায়েকের ঢাকা সফর স্থগিত

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৬:৫৬:১৯ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫
  • / 60

দিল্লির বার্তার পর জাকির নায়েকের ঢাকা সফর স্থগিত

দিল্লি থেকে প্রাপ্ত বার্তার পর বাংলাদেশি অন্তর্বর্তী সরকার জ়াকির নায়েককে আপাতত দেশে প্রবেশের অনুমতি দিচ্ছে না। ভারতের পলাতক এই ব্যক্তি সম্পর্কে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বৈঠকে মঙ্গলবার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জ়াকির নায়েকের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো এবং বিদ্বেষমূলক বক্তৃতার অভিযোগ রয়েছে। জঙ্গি কার্যক্রমেও তার জড়িত থাকার সম্ভাবনা রয়েছে বলে সন্দেহ করা হয়। তিনি মুম্বইতে জন্মগ্রহণ করেছিলেন, পরে ভারত থেকে পালিয়ে মালয়েশিয়ায় চলে যান। ২০১২ সালে তার বিদ্বেষমূলক মন্তব্যের কারণে বিভিন্ন স্থানে এফআইআর রুজু হয়। পরবর্তীতে ২০১৬ সালে ঢাকার হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার পর তিনি ভারত থেকে পালিয়ে যান এবং ভারত সরকার তাকে পলাতক ঘোষণা করে।

সম্প্রতি খবর ছড়ায়, নভেম্বরের শেষ দিকে জ়াকিরকে ঢাকায় আনার পরিকল্পনা করা হয়েছে। ‘প্রথম আলো’-র তথ্যমতে, বাংলাদেশের একটি প্রতিষ্ঠান ২৮-২৯ নভেম্বর দু’দিনের জন্য তাকে ঢাকায় আনতে চেয়েছিল। এছাড়া তাকে ঢাকার বাইরে নিয়ে যাওয়ার পরিকল্পনাও ছিল। খবরটি চাউর হতেই ভারতেও শোরগোল পড়ে।

দিল্লিতে ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, জ়াকির একজন পলাতক এবং ভারতের খোঁজ চলছে। তিনি বলেন, জ়াকির যেখানেই থাকুক, সংশ্লিষ্ট দেশের কর্তৃপক্ষ তার বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ করবে। ভারতের নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের বিষয়গুলি সংশ্লিষ্ট দেশ পূরণ করবে বলে মনে করা হচ্ছে।

ভারতের বার্তার এক সপ্তাহের মধ্যে জানা যায়, জ়াকিরকে এখনই বাংলাদেশে আসার অনুমতি দেওয়া হচ্ছে না। যদিও সরকারিভাবে এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কিছু জানানো হয়নি, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে ‘প্রথম আলো’ জানিয়েছে যে, জ়াকিরের বাংলাদেশে আগমনে জনসমাগমের সম্ভাবনা এবং নিরাপত্তার কারণে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনের প্রয়োজন। তবে নির্বাচনী ব্যস্ততার কারণে তা সম্ভব নয়। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, বাংলাদেশের ভোটের পরে জ়াকির ঢাকায় আসতে পারবেন, তবে তার আগে নয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

দিল্লির বার্তার পর জাকির নায়েকের ঢাকা সফর স্থগিত

সর্বশেষ আপডেট ০৬:৫৬:১৯ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫

দিল্লি থেকে প্রাপ্ত বার্তার পর বাংলাদেশি অন্তর্বর্তী সরকার জ়াকির নায়েককে আপাতত দেশে প্রবেশের অনুমতি দিচ্ছে না। ভারতের পলাতক এই ব্যক্তি সম্পর্কে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বৈঠকে মঙ্গলবার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জ়াকির নায়েকের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো এবং বিদ্বেষমূলক বক্তৃতার অভিযোগ রয়েছে। জঙ্গি কার্যক্রমেও তার জড়িত থাকার সম্ভাবনা রয়েছে বলে সন্দেহ করা হয়। তিনি মুম্বইতে জন্মগ্রহণ করেছিলেন, পরে ভারত থেকে পালিয়ে মালয়েশিয়ায় চলে যান। ২০১২ সালে তার বিদ্বেষমূলক মন্তব্যের কারণে বিভিন্ন স্থানে এফআইআর রুজু হয়। পরবর্তীতে ২০১৬ সালে ঢাকার হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার পর তিনি ভারত থেকে পালিয়ে যান এবং ভারত সরকার তাকে পলাতক ঘোষণা করে।

সম্প্রতি খবর ছড়ায়, নভেম্বরের শেষ দিকে জ়াকিরকে ঢাকায় আনার পরিকল্পনা করা হয়েছে। ‘প্রথম আলো’-র তথ্যমতে, বাংলাদেশের একটি প্রতিষ্ঠান ২৮-২৯ নভেম্বর দু’দিনের জন্য তাকে ঢাকায় আনতে চেয়েছিল। এছাড়া তাকে ঢাকার বাইরে নিয়ে যাওয়ার পরিকল্পনাও ছিল। খবরটি চাউর হতেই ভারতেও শোরগোল পড়ে।

দিল্লিতে ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, জ়াকির একজন পলাতক এবং ভারতের খোঁজ চলছে। তিনি বলেন, জ়াকির যেখানেই থাকুক, সংশ্লিষ্ট দেশের কর্তৃপক্ষ তার বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ করবে। ভারতের নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের বিষয়গুলি সংশ্লিষ্ট দেশ পূরণ করবে বলে মনে করা হচ্ছে।

ভারতের বার্তার এক সপ্তাহের মধ্যে জানা যায়, জ়াকিরকে এখনই বাংলাদেশে আসার অনুমতি দেওয়া হচ্ছে না। যদিও সরকারিভাবে এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কিছু জানানো হয়নি, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে ‘প্রথম আলো’ জানিয়েছে যে, জ়াকিরের বাংলাদেশে আগমনে জনসমাগমের সম্ভাবনা এবং নিরাপত্তার কারণে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনের প্রয়োজন। তবে নির্বাচনী ব্যস্ততার কারণে তা সম্ভব নয়। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, বাংলাদেশের ভোটের পরে জ়াকির ঢাকায় আসতে পারবেন, তবে তার আগে নয়।