দিল্লিকে চিঠি পাঠানো নিয়ে মুখে কুলুপ মন্ত্রণালয়ের
- সর্বশেষ আপডেট ০৭:১৪:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
- / 136
মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায় ঘোষণার পর তাকে ভারত থেকে ফেরাতে দিল্লিতে চিঠি পাঠানোর কথা জানিয়েছিল অন্তর্বর্তী সরকার। তবে চিঠি পাঠানো হয়েছে কি না, তা এখনো আনুষ্ঠানিকভাবে জানা যায়নি। এ বিষয়ে প্রশ্ন করলেও পররাষ্ট্র উপদেষ্টা বা সচিব কেউই মন্তব্য করেননি।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া উইংয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারাও ভারতের সঙ্গে শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে সব ধরনের প্রশ্ন এড়িয়ে গেছেন।
বৃহস্পতিবার বিকেলে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম ভুটানের প্রধানমন্ত্রীর ঢাকা সফর উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত হন। প্রশ্নোত্তর পর্বে সাংবাদিকরা চিঠি সংক্রান্ত বিষয়টি তোলেন। সচিব জানান, “এ সংবাদ সম্মেলন শুধুমাত্র ভুটান সফর-সংক্রান্ত। অন্য কোনো বিষয়ে আলোচনা করা অসৌজন্যমূলক হবে।”
পরবর্তীতে মন্ত্রণালয় ছাড়ার সময় সাংবাদিকরা উপদেষ্টাকে ঘিরে ধরেন এবং চিঠি পাঠানো হয়েছে কি না জানতে চাইলে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এর আগে ট্রাইব্যুনালের রায়ের দিন পররাষ্ট্র উপদেষ্টা জানিয়েছিলেন, চিঠিটি সেদিন রাতেই বা পরদিন সকালে ভারতকে পাঠানো হবে। পরে তিনি জানান, সরকার যে চিঠি পাঠাবে তা প্রস্তুত হচ্ছে এবং নোট ভারবালের মাধ্যমে পাঠানো হবে। রায়ের কপি পাঠানো হবে না; বরং নোট ভারবালে রায়ের বিষয় উল্লেখ করে শেখ হাসিনাকে হস্তান্তরের অনুরোধ জানানো হবে।
গত ৫ আগস্ট শেখ হাসিনা ভারতের আশ্রয় নেন। সে সময় অন্তর্বর্তী সরকার প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে ফেরানোর জন্য দিল্লিতে চিঠি পাঠায়। এখনো সে চিঠির কোনো জবাব পাওয়া যায়নি।






































