দিল্লি ও ফ্রান্স নিয়ে মুখ খুললেন পররাষ্ট্র উপদেষ্টা
- সর্বশেষ আপডেট ০৫:০৪:৫১ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
- / 80
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের ব্যাপারে পশ্চিমা দেশগুলোর পক্ষ থেকে সরকারের ওপর কোনো চাপ নেই।
বুধবার (২৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি দেশের কূটনৈতিক অগ্রগতি ও পররাষ্ট্রনীতি সম্পর্কে তথ্য জানিয়েছেন। তিনি বলেন, নির্বাচন প্রক্রিয়ায় ভারতের পর্যবেক্ষক পাঠানোর প্রস্তাব থাকলে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন।
মানবতাবিরোধী অপরাধের মামলার রায়ের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর জন্য দিল্লিকে পাঠানো চিঠির বিষয়ে তৌহিদ হোসেন জানান, বাংলাদেশের মিশনের মাধ্যমে নোট ভারবাল হিসেবে চিঠি পাঠানো হয়েছে, তবে এখনও কোনো উত্তর পাওয়া যায়নি। তিনি বলেন, “দিল্লি থেকে তাত্ক্ষণিক উত্তর পাওয়ার আশা করা যায় না।”
ফ্রান্স থেকে এয়ারবাস কেনার বিষয়ে তিনি জানান, কেনা হলেও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের ওপর কোনো নেতিবাচক প্রভাব পড়বে না। দুই দেশের কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক ও দৃঢ়ভাবে অব্যাহত থাকবে।





































