থানচির তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে: ইউএনও আল ফয়সাল
- সর্বশেষ আপডেট ০৬:০৫:২৮ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫
- / 244
পাহাড়ের প্রতিটি ক্ষেত্রে পরিবর্তন আনতে হলে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে। তরুণ প্রজন্ম মানেই ভবিষ্যৎ এবং দেশ পরিবর্তনের কারিগর ; এমন মন্তব্য করেছেন থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবদুল্লাহ আল ফয়সাল।
সোমবার থানচি মাল্টিপারপাস হল রুমে বিএনকেএস আয়োজিত যুবসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
“ভবিষ্যৎ বিনির্মাণে তরুণ্যের বিচিত্র শক্তিই পারে সমৃদ্ধ দেশ গড়তে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজন করা হয় যুবসমাবেশ। অনুষ্ঠানটির আয়োজন করে বলিপাড়া নারী কল্যাণ সমিতি (বিএনকেএস) এবং সহযোগিতা করে ডিয়াকোনিয়া বাংলাদেশ।
ইউএনও মোহাম্মদ আবদুল্লাহ আল ফয়সাল বলেন, যুবসমাজ হলো যে কোনো দেশের অমূল্য সম্পদ। জাতীয় উন্নয়ন ও অগ্রগতি অনেকাংশে যুবসমাজের সক্রিয় অংশগ্রহণের ওপর নির্ভরশীল। যুবসমাজের মেধা, সৃজনশীলতা, সাহস ও প্রতিভাকে কেন্দ্র করেই জাতির ভবিষ্যৎ নির্ধারিত হয়। তাই যে কোনো পরিস্থিতিতে সাহস, প্রজ্ঞা ও বুদ্ধিমত্তার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। গণঅভ্যুত্থানের সুফল দেশবাসীর কাছে পৌঁছে দিতে ছাত্র-জনতার পাশাপাশি যুবসমাজকেও রাজপথে বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে।
সমাবেশে দেশের বিভিন্ন অঞ্চলের কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরতসহ পাঁচ শতাধিক তরুণ অংশগ্রহণ করেন।
বিএনকেএস-এর নির্বাহী সদস্য নেমকিম বমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ ওয়ালিদ হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শরীফুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা খালেদ মোহাম্মদ মোজাহিদ হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দিন মজুমদার, থানচি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর মোহাম্মদ, প্রেসক্লাবের সভাপতি মংবোওয়াংচিং মারমা অনুপমসহ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা।


































