ঢাকা ০৩:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

থাইল্যান্ডের কাছে বড় হার মেয়েদের

ক্রীড়া ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৬:৪৯:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫
  • / 129

থাইল্যান্ডের কাছে বড় হার মেয়েদের

শক্তিতে এগিয়ে থাকা থাইল্যান্ড নারী ফুটবল দলের সঙ্গে প্রীতি ম্যাচে ৩-০ গোলে হেরে গেছে বাংলাদেশ নারী দল। হেড কোচ পিটার বাটলার ম্যাচের আগে তার খেলোয়াড়দের লড়াই করার বার্তা দিয়েছিলেন, তবে প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে পড়া বাংলাদেশ দ্বিতীয়ার্ধে সমতা ফেরানোর চেষ্টা করলেও হজম করেছে আরও দুই গোল।

ব্যাংককের থুনবুরি ইউনিভার্সিটি ফুটবল ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধে বাংলাদেশ লড়াই করেছে, তবে দ্বিতীয়ার্ধে আর ফেরার সুযোগ পাননি।

মেয়েদের ফিফা র‍্যাঙ্কিংয়ে থাইল্যান্ড ৫৩তম স্থানে, বাংলাদেশ ১০৪তম। মেয়েদের এশিয়া কাপে নিয়মিত অংশ নেয় থাইল্যান্ড, আর বাংলাদেশ এই প্রতিযোগিতার সর্বোচ্চ পর্যায়ে প্রথমবার অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছে। তাই এ ধরনের ম্যাচকে সাফল্যের অংশ হিসেবে দেখা যায়।

তবে এবারের হারেও নারী ফুটবলে উন্নতির চিহ্ন লক্ষ্য করা গেছে। ২০১৩ সালের এএফসি নারী এশিয়ান কাপের বাছাইয়ে থাইল্যান্ডের কাছে বাংলাদেশ ৯-০ গোলে হেরে গিয়েছিল।

বাংলাদেশের মেয়েরা সফরের দ্বিতীয় ও শেষ প্রীতি ম্যাচে ২৭ অক্টোবর আবার থাইল্যান্ডের মুখোমুখি হবে। তারা ২০২৬ সালের মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য এশিয়ান কাপে অংশগ্রহণের জন্য প্রস্তুতি নিচ্ছে এবং এই প্রীতি ম্যাচগুলিই সেই প্রস্তুতির অংশ।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

থাইল্যান্ডের কাছে বড় হার মেয়েদের

সর্বশেষ আপডেট ০৬:৪৯:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫

শক্তিতে এগিয়ে থাকা থাইল্যান্ড নারী ফুটবল দলের সঙ্গে প্রীতি ম্যাচে ৩-০ গোলে হেরে গেছে বাংলাদেশ নারী দল। হেড কোচ পিটার বাটলার ম্যাচের আগে তার খেলোয়াড়দের লড়াই করার বার্তা দিয়েছিলেন, তবে প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে পড়া বাংলাদেশ দ্বিতীয়ার্ধে সমতা ফেরানোর চেষ্টা করলেও হজম করেছে আরও দুই গোল।

ব্যাংককের থুনবুরি ইউনিভার্সিটি ফুটবল ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধে বাংলাদেশ লড়াই করেছে, তবে দ্বিতীয়ার্ধে আর ফেরার সুযোগ পাননি।

মেয়েদের ফিফা র‍্যাঙ্কিংয়ে থাইল্যান্ড ৫৩তম স্থানে, বাংলাদেশ ১০৪তম। মেয়েদের এশিয়া কাপে নিয়মিত অংশ নেয় থাইল্যান্ড, আর বাংলাদেশ এই প্রতিযোগিতার সর্বোচ্চ পর্যায়ে প্রথমবার অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছে। তাই এ ধরনের ম্যাচকে সাফল্যের অংশ হিসেবে দেখা যায়।

তবে এবারের হারেও নারী ফুটবলে উন্নতির চিহ্ন লক্ষ্য করা গেছে। ২০১৩ সালের এএফসি নারী এশিয়ান কাপের বাছাইয়ে থাইল্যান্ডের কাছে বাংলাদেশ ৯-০ গোলে হেরে গিয়েছিল।

বাংলাদেশের মেয়েরা সফরের দ্বিতীয় ও শেষ প্রীতি ম্যাচে ২৭ অক্টোবর আবার থাইল্যান্ডের মুখোমুখি হবে। তারা ২০২৬ সালের মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য এশিয়ান কাপে অংশগ্রহণের জন্য প্রস্তুতি নিচ্ছে এবং এই প্রীতি ম্যাচগুলিই সেই প্রস্তুতির অংশ।