ত্রাণ নিতে আসা ৬০ জনসহ একদিনে ৯৪ ফিলিস্তিনিকে হত্যা
- সর্বশেষ আপডেট ১২:২৪:০৬ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫
- / 188
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় আবারও ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল। মঙ্গলবার (২৪ জুন) ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত চালানো ধারাবাহিক হামলায় নিহত হয়েছেন অন্তত ৯৪ জন ফিলিস্তিনি, যাদের মধ্যে ৬০ জনই ছিলেন ত্রাণ সহায়তা নিতে অপেক্ষারত। লেবাননের সংবাদমাধ্যম আল-মায়েদিন এই তথ্য জানিয়েছে।
অবরুদ্ধ গাজার একাধিক স্থানে চালানো এই হামলায় বিশেষ করে ক্ষতিগ্রস্ত হয়েছে গাজা শহরের দক্ষিণাঞ্চল, জাবালিয়া, খান ইউনিস এবং আল-কাতিবা এলাকা। আল-জাইতুনে একটি বাসায় গোলাবর্ষণে নিহত হয়েছেন এক নারী। উত্তর গাজার জাবালিয়ায় গুঁড়িয়ে দেওয়া হয়েছে বহু আবাসিক ভবন।
ইসরায়েলি যুদ্ধবিমান খান ইউনিস শহরের কেন্দ্রস্থল এবং স্ট্রিট ৫-এ বিমান ও স্থল হামলা চালায়। ফলে পুরো শহরজুড়ে আতঙ্ক এবং ধ্বংসস্তূপ ছড়িয়ে পড়ে।
হামাস এক বিবৃতিতে জানায়, ত্রুটিপূর্ণ ত্রাণ বিতরণ ব্যবস্থার কারণে গত কয়েক মাসে এ পর্যন্ত ৫১৬ জন নিহত, আহত হয়েছেন ৩,৭৯৯ জন এবং নিখোঁজ রয়েছেন অন্তত ৩৯ জন। তারা ইসরায়েলের বিরুদ্ধে ‘ত্রাণের মাধ্যমে গণহত্যা’ চালানোর অভিযোগ তোলে।
হামাস আরও বলছে, “ত্রাণ গ্রহণের স্থানগুলো এখন পরিকল্পিত মৃত্যুকূপে পরিণত হয়েছে। ইসরায়েল যেন খাদ্যকেও অস্ত্রে পরিণত করেছে, আর বিশ্ববাসী নীরব দর্শক।”
তারা জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে, অবিলম্বে একটি নিরপেক্ষ ও নিরাপদ ত্রাণ বিতরণ ব্যবস্থা গড়ে তোলার জন্য। পাশাপাশি চলমান আগ্রাসন বন্ধ এবং ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক আদালতে ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানায় সংগঠনটি।
বিশ্লেষকরা বলছেন, গাজায় খাদ্য, পানি ও নিরাপত্তাহীনতার মাঝে ইসরায়েলের হামলা এখন আর শুধুমাত্র সামরিক পদক্ষেপ নয়—এটি মানবিক সংকটকে আরও গভীর করে তুলছে।































