অবস্থার কিছুটা উন্নতি
তোফায়েল আহমেদ এখনো লাইফ সাপোর্টে
- সর্বশেষ আপডেট ১০:২১:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
- / 82
জ্যেষ্ঠ রাজনীতিক তোফায়েল আহমেদ এখনো লাইফ সাপোর্টে আছেন। গত ২৮ সেপ্টেম্বর থেকে তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। রোববার (৫ অক্টোবর) সকাল ৯টায় বিষয়টা নিশ্চিত করেছেন তোফায়েল আহমেদের চিকিৎসায় নিয়োজিত স্কয়ার হাসপাতালের একজন চিকিৎসক।
ফুসফুসে সংক্রমণের কারণে তাঁর শরীরে শতভাগ অক্সিজেনের প্রয়োজন ছিল বলে জানিয়েছেন তোফায়েল আহমেদের ওই চিকিৎসক। তবে ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হয়েছে, বর্তমানে অক্সিজেনের প্রয়োজন নেমে এসেছে ৩৫ শতাংশে।
তিনি বাংলা অ্যাফেয়ার্সকে জানান, রক্তচাপ স্বাভাবিক রাখতে দুটি ওষুধ সর্বোচ্চ মাত্রায় প্রয়োগ করতে হচ্ছিল। বৃহস্পতিবার (২ অক্টোবর) তা সর্বনিম্ন মাত্রায় নামিয়ে আনা সম্ভব হয়েছে, কারণ ফুসফুসের সংক্রমণে কিছুটা উন্নতি হয়েছে।
তবে এখনই তাঁকে সংকটমুক্ত বলা যাচ্ছে না। চিকিৎসকদের ভাষায়, এ ধরনের পরিস্থিতি থেকে রোগী সুস্থতার দিকে যেতে পারেন, আবার অবস্থার অবনতি ঘটারও আশঙ্কা থাকে।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে তোফায়েল আহমেদের মৃত্যুর খবর, ব্রেন ডেড হওয়া কিংবা পরিবার লাইফ সাপোর্ট সরাচ্ছে—এমন সব গুজব সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছে হাসপাতাল সূত্র। ক্রিটিকাল কেয়ারের এক চিকিৎসক স্পষ্ট করে বলেন, “লাইফ সাপোর্ট সরানোর মতো কোনো পরিস্থিতি এখনো তৈরি হয়নি। তিনি জীবিত আছেন।”
হাসপাতাল ও পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আনুষ্ঠানিক ঘোষণা ছাড়া অন্য কোনো তথ্য প্রচার না করতে সকলের প্রতি অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে তোফায়েল আহমেদের দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।




































