ঢাকা ০৭:৫১ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

তেহরান থেকে প্রবাসী ও দূতাবাসকর্মীদের সরিয়ে নিচ্ছে বাংলাদেশ

কূটনৈতিক প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৮:২৩:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫
  • / 129

তেহরান থেকে প্রবাসী ও দূতাবাসকর্মীদের সরিয়ে নিচ্ছে বাংলাদেশ

ইরান-ইসরায়েল চলমান উত্তেজনার মধ্যে নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় ইরানের রাজধানী তেহরান থেকে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা ও প্রবাসীদের সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার।

মঙ্গলবার (১৭ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব রুহুল আলম সিদ্দিকী বলেন, তেহরানে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করতে দূতাবাসকর্মীসহ প্রায় ৪০ জনকে নিরাপদ স্থানে স্থানান্তরের কাজ চলছে।

তিনি জানান, বর্তমানে তেহরানে প্রায় ৪০০ বাংলাদেশি রয়েছেন। এর মধ্যে ১০০ জনের বেশি প্রবাসী দূতাবাসের সঙ্গে সরাসরি যোগাযোগ করেছেন। তাদের নিরাপদ আশ্রয়ে স্থানান্তরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

পররাষ্ট্রসচিব বলেন, “তেহরানে যারা আছেন, তারা এখন হামলার ঝুঁকির মধ্যে আছেন। আমরা তাদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি যাতে সবাই নিরাপদে থাকেন।”

উল্লেখ্য, শুক্রবার ভোররাতে ইসরায়েল ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় হামলা চালায়। পাঁচ দিন ধরে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে, যার ফলে অঞ্চলজুড়ে উত্তেজনা বেড়ে গেছে।

বাংলাদেশ সরকার প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে দুটি হটলাইন চালু করেছে:
+৯৮৯৯০৮৫৭৭৭৩৬৮, +৯৮৯১২২০৬৫৭৪৫
এই নম্বরগুলোতে জরুরি প্রয়োজনে যোগাযোগ করতে বলা হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

তেহরান থেকে প্রবাসী ও দূতাবাসকর্মীদের সরিয়ে নিচ্ছে বাংলাদেশ

সর্বশেষ আপডেট ০৮:২৩:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫

ইরান-ইসরায়েল চলমান উত্তেজনার মধ্যে নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় ইরানের রাজধানী তেহরান থেকে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা ও প্রবাসীদের সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার।

মঙ্গলবার (১৭ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব রুহুল আলম সিদ্দিকী বলেন, তেহরানে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করতে দূতাবাসকর্মীসহ প্রায় ৪০ জনকে নিরাপদ স্থানে স্থানান্তরের কাজ চলছে।

তিনি জানান, বর্তমানে তেহরানে প্রায় ৪০০ বাংলাদেশি রয়েছেন। এর মধ্যে ১০০ জনের বেশি প্রবাসী দূতাবাসের সঙ্গে সরাসরি যোগাযোগ করেছেন। তাদের নিরাপদ আশ্রয়ে স্থানান্তরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

পররাষ্ট্রসচিব বলেন, “তেহরানে যারা আছেন, তারা এখন হামলার ঝুঁকির মধ্যে আছেন। আমরা তাদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি যাতে সবাই নিরাপদে থাকেন।”

উল্লেখ্য, শুক্রবার ভোররাতে ইসরায়েল ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় হামলা চালায়। পাঁচ দিন ধরে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে, যার ফলে অঞ্চলজুড়ে উত্তেজনা বেড়ে গেছে।

বাংলাদেশ সরকার প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে দুটি হটলাইন চালু করেছে:
+৯৮৯৯০৮৫৭৭৭৩৬৮, +৯৮৯১২২০৬৫৭৪৫
এই নম্বরগুলোতে জরুরি প্রয়োজনে যোগাযোগ করতে বলা হয়েছে।