ইরান-ইসরায়েল যুদ্ধের প্রভাব
তৃতীয় দফায় দেশে ফিরলেন ৩০ বাংলাদেশি
- সর্বশেষ আপডেট ১২:৪১:১১ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫
- / 335
ইরান-ইসরাইল উত্তেজনার কারণে তৃতীয় দফায় আরও ৩০ বাংলাদেশি নাগরিক ইরান থেকে দেশে ফিরেছেন। সোমবার (১৪ জুলাই) ভোর ৬টায় তারা ঢাকায় পৌঁছান। সরকারি খরচে এ দফায় তেহরান থেকে মাশহাদ ও শারজাহ হয়ে তাদের বাংলাদেশে ফিরিয়ে আনা হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, ইরানে চলমান নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ সরকার ওই দেশের বিভিন্ন শহরে আটকে পড়া বাংলাদেশিদের নিরাপদে ফিরিয়ে আনার উদ্যোগ নেয়। এরই ধারাবাহিকতায় সোমবার দেশে ফিরলেন শেষ ধাপের ৩০ জন।
এর আগে প্রথম দফায় ১ জুলাই তেহরান থেকে ২৮ জন এবং দ্বিতীয় দফায় ৮ জুলাই আরও ৩২ জন বাংলাদেশি দেশে ফেরেন। এই নিয়ে ইরান থেকে তিন দফায় মোট ৯০ জন বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনা হলো।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইরান-ইসরাইল সংঘাতে সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে পড়েন বিদেশে অবস্থানরত অভিবাসী ও শিক্ষার্থীরা। এদের অনেকেই ইরানে পড়াশোনা, ব্যবসা বা কাজের সুবাদে অবস্থান করছিলেন।
সরকারের এ উদ্যোগের ফলে তারা নিরাপদে নিজ দেশে ফিরতে পেরেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত ইরানে নতুন করে বাংলাদেশিদের যেতে নিরুৎসাহিত করা হচ্ছে।
বাংলাদেশ সরকার সংঘাতপূর্ণ অঞ্চলে অবস্থানরত নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নিচ্ছে বলে জানানো হয়েছে।
































