তিস্তা এক্সপ্রেসের দুই বগি বিচ্ছিন্ন, ভোগান্তিতে যাত্রীরা
- সর্বশেষ আপডেট ০৮:৪৮:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
- / 76
জামালপুরের দেওয়ানগঞ্জ বাজার স্টেশন থেকে ছাড়ার পর ঢাকাগামী আন্তঃনগর তিস্তা এক্সপ্রেসের দুইটি বগি চলন্ত অবস্থায় বিচ্ছিন্ন হয়ে পড়ে। বৃহস্পতিবার বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে পিয়ারপুর স্টেশনের কাছে এ ঘটনা ঘটে। এতে যাত্রীরা বড় ধরনের দুর্ঘটনা থেকে রেহাই পেলেও বিপাকে পড়ে যান তারা।
রেলওয়ে সূত্র জানায়, দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসার পর ট্রেনটি পিয়ারপুর এলাকায় পৌঁছালে ‘ঢ’ ও ‘ণ’ নম্বর বগি হঠাৎ ট্রেন থেকে আলাদা হয়ে যায়। চালক দ্রুত বিষয়টি টের পেয়ে ট্রেন থামিয়ে দেন। ফলে কোনো যাত্রী আহত হননি। তবে বগি বিচ্ছিন্ন হওয়ায় ঢাকাসহ বিভিন্ন গন্তব্যে যাত্রা করা যাত্রীরা দেরি ও দুর্ভোগে পড়েন।
জামালপুর রেলওয়ে থানার ওসি রবিউল ইসলাম জানান, বগি বিচ্ছিন্ন হওয়ার পর ট্রেনটি থামানো হয়। ত্রুটি মেরামতের জন্য ময়মনসিংহ থেকে টেকনিশিয়ান আনা হচ্ছে এবং দ্রুত সমাধানের চেষ্টা চলছে।



































