ঢাকা ০১:০৪ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

তিশার বিরুদ্ধে ভারতীয় প্রযোজকের অর্থ আত্মসাতের অভিযোগ

বিনোদন ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৬:৪৬:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
  • / 93

তিশার বিরুদ্ধে ভারতীয় প্রযোজকের অর্থ আত্মসাতের অভিযোগ

জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা আবারও বিতর্কের কেন্দ্রবিন্দুতে। সম্প্রতি কলকাতার সিনেমা ‘ভালোবাসার মরশুম’–এ অভিনয়ের জন্য অগ্রিম টাকা নেওয়ার পর তা ফেরত না দেওয়ার অভিযোগ তুলেছেন সিনেমাটির প্রযোজক শরীফ খান।

প্রযোজক জানান, তিশা বলিউডের জনপ্রিয় অভিনেতা শরমণ যোশির সঙ্গে একই সিনেমায় কাজ করার জন্য চুক্তিবদ্ধ হন এবং অগ্রিম হিসেবে প্রথমে ৩০ হাজার ভারতীয় রুপি, পরে তার বোনের ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ৪ লাখ ১২ হাজার টাকা বাংলাদেশি টাকা পাঠানো হয়। কিন্তু ভিসা জটিলতার অজুহাতে শেষ মুহূর্তে তিনি সিনেমা থেকে সরে যান।

শরীফ খান আরও বলেন, “আমরা তার ভিসা প্রক্রিয়া সম্পন্ন করেছি, শিডিউল ঠিক করেছি, কিন্তু মাত্র দু’দিন আগে তিনি জানালেন যে যেতে পারবেন না। এই হঠাৎ সিদ্ধান্তের কারণে পুরো শুটিং শিডিউল বদলাতে হয়েছে এবং বড় লোকসানের সম্মুখীন হতে হয়েছে। শাকিব খানের অন্য সিনেমার কাজে যুক্ত হওয়ার অজুহাত দেখিয়ে টাকার বিষয়েও গড়িমসি করছেন।”

প্রযোজক খায়রুল বাসারের পেশাদারিত্বের সঙ্গে তুলনা করে বলেন, “বাংলাদেশের অভিনেতা খায়রুল বাসারও একই সিনেমায় অভিনয় করা উচিত ছিল। কিন্তু তিনি নিজের অগ্রিম টাকা ফেরত দিয়েছেন এবং কোনো ঝামেলা সৃষ্টি করেননি। অথচ তিশার ক্ষেত্রে পুরো বিষয়টি প্রতারণামূলক রূপ নিয়েছে।”

তিশার বদলে সিনেমায় অভিনয়ের দায়িত্ব দেওয়া হয়েছে উড়িষ্যার জনপ্রিয় অভিনেত্রী শিবানী সঙ্গীতাকে। এমন ঘটনা তিশার পেশাদারিত্ব ও বিশ্বাসযোগ্যতা নিয়ে ইন্ডাস্ট্রিতে প্রশ্ন তুলেছে। অভিনেত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

তিশার বিরুদ্ধে ভারতীয় প্রযোজকের অর্থ আত্মসাতের অভিযোগ

সর্বশেষ আপডেট ০৬:৪৬:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫

জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা আবারও বিতর্কের কেন্দ্রবিন্দুতে। সম্প্রতি কলকাতার সিনেমা ‘ভালোবাসার মরশুম’–এ অভিনয়ের জন্য অগ্রিম টাকা নেওয়ার পর তা ফেরত না দেওয়ার অভিযোগ তুলেছেন সিনেমাটির প্রযোজক শরীফ খান।

প্রযোজক জানান, তিশা বলিউডের জনপ্রিয় অভিনেতা শরমণ যোশির সঙ্গে একই সিনেমায় কাজ করার জন্য চুক্তিবদ্ধ হন এবং অগ্রিম হিসেবে প্রথমে ৩০ হাজার ভারতীয় রুপি, পরে তার বোনের ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ৪ লাখ ১২ হাজার টাকা বাংলাদেশি টাকা পাঠানো হয়। কিন্তু ভিসা জটিলতার অজুহাতে শেষ মুহূর্তে তিনি সিনেমা থেকে সরে যান।

শরীফ খান আরও বলেন, “আমরা তার ভিসা প্রক্রিয়া সম্পন্ন করেছি, শিডিউল ঠিক করেছি, কিন্তু মাত্র দু’দিন আগে তিনি জানালেন যে যেতে পারবেন না। এই হঠাৎ সিদ্ধান্তের কারণে পুরো শুটিং শিডিউল বদলাতে হয়েছে এবং বড় লোকসানের সম্মুখীন হতে হয়েছে। শাকিব খানের অন্য সিনেমার কাজে যুক্ত হওয়ার অজুহাত দেখিয়ে টাকার বিষয়েও গড়িমসি করছেন।”

প্রযোজক খায়রুল বাসারের পেশাদারিত্বের সঙ্গে তুলনা করে বলেন, “বাংলাদেশের অভিনেতা খায়রুল বাসারও একই সিনেমায় অভিনয় করা উচিত ছিল। কিন্তু তিনি নিজের অগ্রিম টাকা ফেরত দিয়েছেন এবং কোনো ঝামেলা সৃষ্টি করেননি। অথচ তিশার ক্ষেত্রে পুরো বিষয়টি প্রতারণামূলক রূপ নিয়েছে।”

তিশার বদলে সিনেমায় অভিনয়ের দায়িত্ব দেওয়া হয়েছে উড়িষ্যার জনপ্রিয় অভিনেত্রী শিবানী সঙ্গীতাকে। এমন ঘটনা তিশার পেশাদারিত্ব ও বিশ্বাসযোগ্যতা নিয়ে ইন্ডাস্ট্রিতে প্রশ্ন তুলেছে। অভিনেত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।