তিন ধরনের মোবাইল ফোন বন্ধ করবে সরকার
- সর্বশেষ আপডেট ০৯:২৭:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
- / 193
অবৈধ মোবাইল ফোন নিয়ন্ত্রণে সরকার কঠোর অবস্থানে যাচ্ছে। আগামী ১৬ ডিসেম্বর থেকে দেশে নিবন্ধনহীন মোবাইল হ্যান্ডসেট স্বয়ংক্রিয়ভাবে বন্ধ করে দেওয়া হবে। তবে বর্তমানে ব্যবহার করা বা ১৬ ডিসেম্বরের আগে কেনা অনিবন্ধিত ফোন বন্ধের আওতায় আসবে না।
সরকার তিন ধরনের মোবাইল ফোন বন্ধের উদ্যোগ নিচ্ছে—
ক্লোন করা হ্যান্ডসেট
অবৈধভাবে আমদানিকৃত হ্যান্ডসেট
চোরাচালানকৃত হ্যান্ডসেট
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব সামাজিক মাধ্যমে জানান, অবৈধ ফোনের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না। একই সঙ্গে তিনি জানান যে রেজিস্ট্রেশন, ডি-রেজিস্ট্রেশন এবং রি-রেজিস্ট্রেশন পদ্ধতি আরও সহজ করতে সরকার কাজ করছে।
তিনি বলেন, নিজের নামে নিবন্ধিত সিম নকল বা ক্লোন করা ফোনে ব্যবহার না হলে ব্যবহারকারী কোনো সমস্যায় পড়বেন না। তাই সিমের রেজিস্ট্রেশন নিজের নামে রাখার পরামর্শ দেন তিনি।
বিদেশ থেকে ফোন আনতে আগ্রহীদের উদ্দেশে তিনি জানান; নিয়ম মেনে একজন প্রবাসী একটি বা দুটি ফোন শুল্কমুক্তভাবে আনতে পারবেন। দুইটির বেশি হলে পুরনো নিয়ম অনুযায়ী এনবিআরের নির্ধারিত ফি দিতে হবে।
ফয়েজ তৈয়্যব আরও বলেন, বৈধ ফোন সবার নাগালের মধ্যে রাখতে সরকার প্রয়োজনীয় সব উদ্যোগ নেবে, যাতে বাজারে সুলভ মূল্যে মোবাইল ফোন পাওয়া যায়।






































