ঢাকা ০৫:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

তিন দিনব্যাপী রাগবি রেফারিজ প্রশিক্ষণ কোর্সের সফল সমাপ্তি

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১২:১২:৪২ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫
  • / 166

তিন দিনব্যাপী রাগবি রেফারিজ প্রশিক্ষণ কোর্সের সফল সমাপ্তি

বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের আয়োজনে তিন দিনব্যাপী ‘লেভেল-১ রাগবি রেফারিজ প্রশিক্ষণ কোর্স ২০২৫’ সফলভাবে সম্পন্ন হয়েছে। রাজধানীর ঐতিহাসিক বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আয়োজিত এই প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় শনিবার বিকেলে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের সম্মানিত সচিব মোঃ আমিনুল ইসলাম, এনডিসি। সভাপতিত্ব করেন বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের সাধারণ সম্পাদক আক্তার উজ জামান।

তিন দিনব্যাপী এ কোর্সে প্রশিক্ষণ প্রদান করেন লেভেল-২ ম্যাচ অফিসিয়াল এস. এম. এ. শামীম, ওয়ার্ল্ড রাগবি এডুকেটর ও লেভেল-২ ম্যাচ অফিসিয়াল নাজমুস সাকিব সোভন এবং প্রশান্ত কেরকাটা। পুরো কোর্সটি সমন্বয় করেন ফেডারেশনের সদস্য আব্দুল আলীম।

প্রশিক্ষণে অংশগ্রহণ করেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত নবীন রেফারিরা। তারা রাগবির আন্তর্জাতিক নিয়ম, মাঠে রেফারিং কৌশল, সিদ্ধান্ত গ্রহণ এবং খেলার নানামুখী টেকনিক্যাল দিক সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণ করেন।

বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের পক্ষ থেকে জানানো হয়, এই প্রশিক্ষণ শুধু দক্ষ রেফারি গঠনে নয়, বরং দেশের রাগবি খেলার মানোন্নয়ন ও বিস্তারেও তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে। আন্তর্জাতিক মানসম্পন্ন রেফারির সংখ্যা বাড়ানোর লক্ষ্যে এ ধরনের কোর্স নিয়মিত আয়োজনের পরিকল্পনা রয়েছে বলেও জানিয়েছে ফেডারেশন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

তিন দিনব্যাপী রাগবি রেফারিজ প্রশিক্ষণ কোর্সের সফল সমাপ্তি

সর্বশেষ আপডেট ১২:১২:৪২ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫

বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের আয়োজনে তিন দিনব্যাপী ‘লেভেল-১ রাগবি রেফারিজ প্রশিক্ষণ কোর্স ২০২৫’ সফলভাবে সম্পন্ন হয়েছে। রাজধানীর ঐতিহাসিক বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আয়োজিত এই প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় শনিবার বিকেলে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের সম্মানিত সচিব মোঃ আমিনুল ইসলাম, এনডিসি। সভাপতিত্ব করেন বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের সাধারণ সম্পাদক আক্তার উজ জামান।

তিন দিনব্যাপী এ কোর্সে প্রশিক্ষণ প্রদান করেন লেভেল-২ ম্যাচ অফিসিয়াল এস. এম. এ. শামীম, ওয়ার্ল্ড রাগবি এডুকেটর ও লেভেল-২ ম্যাচ অফিসিয়াল নাজমুস সাকিব সোভন এবং প্রশান্ত কেরকাটা। পুরো কোর্সটি সমন্বয় করেন ফেডারেশনের সদস্য আব্দুল আলীম।

প্রশিক্ষণে অংশগ্রহণ করেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত নবীন রেফারিরা। তারা রাগবির আন্তর্জাতিক নিয়ম, মাঠে রেফারিং কৌশল, সিদ্ধান্ত গ্রহণ এবং খেলার নানামুখী টেকনিক্যাল দিক সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণ করেন।

বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের পক্ষ থেকে জানানো হয়, এই প্রশিক্ষণ শুধু দক্ষ রেফারি গঠনে নয়, বরং দেশের রাগবি খেলার মানোন্নয়ন ও বিস্তারেও তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে। আন্তর্জাতিক মানসম্পন্ন রেফারির সংখ্যা বাড়ানোর লক্ষ্যে এ ধরনের কোর্স নিয়মিত আয়োজনের পরিকল্পনা রয়েছে বলেও জানিয়েছে ফেডারেশন।