তিতুমীর এক্সপ্রেস অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল
- সর্বশেষ আপডেট ০৬:৪৪:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫
- / 93
নাটোরের নলডাঙ্গার মাধনগর রেলস্টেশনের দক্ষিণে অল্পের জন্য প্রাণে বেঁচে গেল রাজশাহী থেকে চিলাহাটিগামী তিতুমীর এক্সপ্রেস ট্রেনের যাত্রীরা। মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।
চোখের সামনে ঘটে যাওয়া ঘটনাটি স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোড়ন তোলে। প্রত্যক্ষদর্শীরা জানান, রেলক্রসিং গেটে একটি ইটবোঝাই ট্রলি প্রবেশ করতে চাইলে দায়িত্বে থাকা গেটম্যান তা আটকে দেন। কিন্তু চালক নিষেধ অমান্য করে ট্রলিটি রেললাইনে তুলে দেন। এ সময় ট্রেনটি কাছাকাছি চলে আসায় পরিস্থিতি বিপজ্জনক হয়ে ওঠে।
গেটম্যান পুনরায় ট্রলি সরাতে বললেও চালক তা মানেননি। শেষ পর্যন্ত গেটম্যান দ্রুত গেট নামিয়ে দেন। বাধ্য হয়ে ট্রলিচালক গেট ভেঙে ট্রলিটি পাশের খাদে ফেলে দেন এবং নিজেও সরে গিয়ে প্রাণে বাঁচেন। এ ঘটনায় কোনো হতাহত হয়নি, তবে আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে।
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, গেটম্যানের সতর্কতা না থাকলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত। তারা বলেন, ট্রলিচালকের অবহেলা ও অবাধ্যতার কারণেই এমন পরিস্থিতি সৃষ্টি হয়।
মাধনগর রেলস্টেশনের স্টেশন মাস্টার উজ্জ্বল হোসেন জানান, ঘটনাস্থলে থাকা গেটম্যান দায়িত্বশীল ভূমিকা পালন করায় দুর্ঘটনা এড়ানো গেছে। গেটের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হলেও তা তাৎক্ষণিকভাবে মেরামত করা হয়েছে। বর্তমানে রেল চলাচল স্বাভাবিক রয়েছে।


































