ঢাকা ০৫:২১ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

তাহিরপুরে সন্তানকে বাঁচাতে প্রাণ দিলেন মা

নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ
  • সর্বশেষ আপডেট ১১:৫৭:১৩ পূর্বাহ্ন, শনিবার, ৭ জুন ২০২৫
  • / 240

তাহিরপুরে সন্তানকে বাঁচাতে প্রাণ দিলেন মা

সুনামগঞ্জের তাহিরপুরে সন্তানকে বাঁচাতে পানিতে ঝাঁপ দিয়ে প্রাণ গেল গার্মেন্টস কর্মী মায়ের। শুক্রবার (৬ জুন) উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের একতা বাজার এলাকা সংলগ্ন হাওরে এ ঘটনা ঘটে।

গার্মেন্টস কর্মী নয়ন মনি উত্তর বড়দল ইউনিয়নের পুরানঘাট গ্রামের মতিউর রহমানের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকার একটি গার্মেন্টসে কাজ করতেন নয়ন মনি। ঈদের ছুটিতে ১০ বছর বয়সী ছেলে তায়েবকে নিয়ে তার বাবার বাড়ি পুরানঘাট গ্রামের মতিউর রহমানের বাড়ি যাচ্ছিলেন। নৌকাযোগে একতা বাজার এলাকার একটু দূরে হাওর পাড়ি দেওয়ার সময় হঠাৎ তার ছেলে তায়েব পানিতে পড়ে গেলে ছেলেকে বাঁচাতে নয়ন মনি পানিতে ঝাঁপ দেন। ছেলেকে উদ্ধার করে নৌকায় তুলে দিতে পারলেও নিজে তলিয়ে যান পানিতে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ফয়েজ আহমেদ বলেন, হাসপাতালে পৌঁছার অনেক আগেই ওই নারী মারা গেছেন।

তাহিরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল কাদের বলেন, কোনো অভিযোগ না থাকায় নিহতের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

তাহিরপুরে সন্তানকে বাঁচাতে প্রাণ দিলেন মা

সর্বশেষ আপডেট ১১:৫৭:১৩ পূর্বাহ্ন, শনিবার, ৭ জুন ২০২৫

সুনামগঞ্জের তাহিরপুরে সন্তানকে বাঁচাতে পানিতে ঝাঁপ দিয়ে প্রাণ গেল গার্মেন্টস কর্মী মায়ের। শুক্রবার (৬ জুন) উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের একতা বাজার এলাকা সংলগ্ন হাওরে এ ঘটনা ঘটে।

গার্মেন্টস কর্মী নয়ন মনি উত্তর বড়দল ইউনিয়নের পুরানঘাট গ্রামের মতিউর রহমানের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকার একটি গার্মেন্টসে কাজ করতেন নয়ন মনি। ঈদের ছুটিতে ১০ বছর বয়সী ছেলে তায়েবকে নিয়ে তার বাবার বাড়ি পুরানঘাট গ্রামের মতিউর রহমানের বাড়ি যাচ্ছিলেন। নৌকাযোগে একতা বাজার এলাকার একটু দূরে হাওর পাড়ি দেওয়ার সময় হঠাৎ তার ছেলে তায়েব পানিতে পড়ে গেলে ছেলেকে বাঁচাতে নয়ন মনি পানিতে ঝাঁপ দেন। ছেলেকে উদ্ধার করে নৌকায় তুলে দিতে পারলেও নিজে তলিয়ে যান পানিতে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ফয়েজ আহমেদ বলেন, হাসপাতালে পৌঁছার অনেক আগেই ওই নারী মারা গেছেন।

তাহিরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল কাদের বলেন, কোনো অভিযোগ না থাকায় নিহতের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।