দুই মালিককে জরিমানা
তালাতে ইটভাটায় বিজিবির টাস্কফোর্স অভিযান
- সর্বশেষ আপডেট ০৮:১৩:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
- / 141
সাতক্ষীরা জেলার তালা উপজেলায় আলাদীপুর ও জাতপুর এলাকায় কয়লার পরিবর্তে কাঠ ব্যবহার করে ইট তৈরির অভিযোগে দুই ইটভাটায় টাস্কফোর্স অভিযান চালিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানের সময় পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে দুই ভাটা মালিককে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
বুধবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০:৩০ থেকে দুপুর ১টা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয় সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) কর্তৃক। অধিনায়ক মোঃ আশরাফুল হকের দিকনির্দেশনায় অভিযানে অংশ নেন বিজিবি সদস্যরা, পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় প্রশাসন।
অভিযানে উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাহাত খান, তালা উপজেলার সহকারী কমিশনার (ভূমি), সাতক্ষীরা ব্যাটালিয়নের সহকারী পরিচালক বেগ আব্দুল্লাহ আল মাসুম, পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মোঃ আশরাফ আলীসহ বিজিবি ও পুলিশ সদস্যরা।
টাস্কফোর্স দল জানায়, কিছু অসাধু ব্যবসায়ী কয়লার পরিবর্তে কাঠ পুড়িয়ে ইট তৈরি করছিল, যা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতি সৃষ্টি করছিল। তাই ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) অনুযায়ী ভাটা মালিক সাধন পাল ও সঞ্জয় পালকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
স্থানীয়রা বিজিবির এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, পরিবেশ ও জনস্বাস্থ্য রক্ষায় নিয়মিত এমন অভিযান চলমান থাকা উচিত।



































