ঢাকা ০২:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ১৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষে মনোনয়ন সংগ্রহ

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০২:৩২:৫৯ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
  • / 113

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। এরমধ্যে খালেদা জিয়ার জন্য বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনের এবং তারেক রহমানের জন্য বগুড়া-৬ (সদর) আসনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

 

রোববার (২১ ডিসেম্বর) দুপুরে শহরের গোহাইল রোডের নির্বাচন অফিস থেকে বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়ন সংগ্রহ করেন সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু।

 

মনোনয়ন উত্তোলন শেষে বেগম খালেদা জিয়ার নির্বাচনি সমন্বয়কারী সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু বলেন, বেগম খালেদা জিয়া এই আসন থেকে টানা তিনবার নির্বাচিত হয়েছেন। এবার সবচেয়ে বেশি ভোট আমরা তাকে উপহার দিতে চাই। মানুষ তাকে ভোট দেয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

 

অন্যদিকে, বগুড়া জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমানের কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদল।

 

উল্লেখ্য, খালেদা জিয়া বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। অন্যদিকে তারেক রহমান লন্ডনে অবস্থান করছেন।

২০০৭ সালের এক-এগারোর রাজনৈতিক পটপরিবর্তনের পর তারেক রহমান গ্রেপ্তার হন। পরবর্তী সময়ে ২০০৮ সালে কারাগার থেকে মুক্তি পেয়ে চিকিৎসার উদ্দেশ্যে সপরিবার যুক্তরাজ্যে যান। এরপর থেকে তিনি সেখানেই অবস্থান করছেন।

দীর্ঘ ১৮ বছর পর আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ওইদিন স্ত্রী জোবাইদা রহমান, কন্যা জাইমা রহমানকে সঙ্গে নিয়ে তিনি ঢাকায় পৌঁছাবেন বলে দলীয় সূত্র নিশ্চিত করেছে। বাংলাদেশ বিমানের নিয়মিত একটি ফ্লাইটে বেলা ১১টা ৫৫ মিনিটের দিকে তাদের বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষে মনোনয়ন সংগ্রহ

সর্বশেষ আপডেট ০২:৩২:৫৯ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। এরমধ্যে খালেদা জিয়ার জন্য বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনের এবং তারেক রহমানের জন্য বগুড়া-৬ (সদর) আসনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

 

রোববার (২১ ডিসেম্বর) দুপুরে শহরের গোহাইল রোডের নির্বাচন অফিস থেকে বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়ন সংগ্রহ করেন সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু।

 

মনোনয়ন উত্তোলন শেষে বেগম খালেদা জিয়ার নির্বাচনি সমন্বয়কারী সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু বলেন, বেগম খালেদা জিয়া এই আসন থেকে টানা তিনবার নির্বাচিত হয়েছেন। এবার সবচেয়ে বেশি ভোট আমরা তাকে উপহার দিতে চাই। মানুষ তাকে ভোট দেয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

 

অন্যদিকে, বগুড়া জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমানের কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদল।

 

উল্লেখ্য, খালেদা জিয়া বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। অন্যদিকে তারেক রহমান লন্ডনে অবস্থান করছেন।

২০০৭ সালের এক-এগারোর রাজনৈতিক পটপরিবর্তনের পর তারেক রহমান গ্রেপ্তার হন। পরবর্তী সময়ে ২০০৮ সালে কারাগার থেকে মুক্তি পেয়ে চিকিৎসার উদ্দেশ্যে সপরিবার যুক্তরাজ্যে যান। এরপর থেকে তিনি সেখানেই অবস্থান করছেন।

দীর্ঘ ১৮ বছর পর আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ওইদিন স্ত্রী জোবাইদা রহমান, কন্যা জাইমা রহমানকে সঙ্গে নিয়ে তিনি ঢাকায় পৌঁছাবেন বলে দলীয় সূত্র নিশ্চিত করেছে। বাংলাদেশ বিমানের নিয়মিত একটি ফ্লাইটে বেলা ১১টা ৫৫ মিনিটের দিকে তাদের বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।