শিরোনাম
তারেক রহমান ভোটার নন, আবেদন করলে ভোট দিতে পারবেন
নিজস্ব প্রতিবেদক
- সর্বশেষ আপডেট ০৩:২৮:২৭ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
- / 74
নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখনও ভোটার হিসেবে নিবন্ধিত নন। তবে প্রয়োজনীয় আবেদন এবং কমিশনের সিদ্ধান্ত সাপেক্ষে তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে ও প্রার্থী হিসেবে অংশ নিতে পারবেন।
সোমবার (১ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য দেন।
সচিব বলেন, তারেক রহমান ভোটার হয়েছেন কি না—জানামতে তিনি নন। কমিশন চাইলে এবং আবেদন করা হলে তিনি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন।
কোন আইনের ভিত্তিতে এই সিদ্ধান্ত হতে পারে—এমন প্রশ্নে সচিব জানান, এ বিষয়ে ভোটার তালিকা নিবন্ধন আইনে নির্দেশনা রয়েছে। তবে তিনি বলেন, সংশ্লিষ্ট আইনের ধারাগুলো তার মুখস্থ নেই, প্রয়োজন হলে আইনটি দেখলেই বিষয়টি পরিষ্কার হবে।
































