একুশে আগস্ট গ্রেনেড হামলা
তারেক-বাবরের খালাসের বিরুদ্ধে আপিল শুনানি চলছে
- সর্বশেষ আপডেট ১০:৪৫:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫
- / 146
বহুল আলোচিত একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় হাইকোর্টে দেওয়া খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলের শুনানি চলছে। এ মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিম্ন আদালত যাবজ্জীবন এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে মৃত্যুদণ্ড দিয়েছিল।
মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল ৯টা ৫৫ মিনিটে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ছয় সদস্যের আপিল বেঞ্চে শুনানি শুরু হয়।
রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্লাহ আল মাহমুদ মাসুদ শুনানি করছেন। অন্যদিকে আসামিদের পক্ষে শুনানি করবেন অ্যাডভোকেট এস এম শাহজাহান ও অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। আদালতে বিএনপির আইনজীবীদের মধ্যে উপস্থিত রয়েছেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার কায়সার কামাল, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলসহ আরও অনেকে।
এর আগে ৩১ জুলাই এ মামলার আপিল শুনানির দ্বিতীয় দিন শেষ হয়।
চলতি বছরের ১২ জানুয়ারি হাইকোর্ট নিম্ন আদালতের দেওয়া যাবজ্জীবন ও মৃত্যুদণ্ডাদেশ বাতিল করে তারেক রহমান, বাবরসহ সব আসামিকে খালাস দেন। আদালতের মতে, এ মামলার বিচার প্রক্রিয়া আইনসঙ্গত ছিল না এবং অভিযোগপত্রও বৈধ ছিল না।
পরে রাষ্ট্রপক্ষ খালাসের বিরুদ্ধে আপিল করে এবং গত ১ জুন আপিল বিভাগ রাষ্ট্রপক্ষকে শুনানির অনুমতি দেয়।
২০১৮ সালের ১০ অক্টোবর ঢাকার বিশেষ আদালত মামলার রায় ঘোষণা করে। সেখানে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুসহ ১৯ জনকে মৃত্যুদণ্ড এবং তারেক রহমান, হারিছ চৌধুরী, কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদসহ ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।
২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলা চালানো হয়। এতে দলের মহিলাবিষয়ক সম্পাদক আইভি রহমানসহ ২৪ জন নিহত হন। আহত হন শেখ হাসিনাসহ শতাধিক নেতাকর্মী। অনেকে স্থায়ীভাবে পঙ্গুত্ববরণ করেন।




































