তারকাদের প্রার্থণায় ইলিয়াস কাঞ্চন
- সর্বশেষ আপডেট ০৩:১২:২১ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
- / 104
ইলিয়াস কাঞ্চনের জীবন শুরু থেকেই সংগ্রামের গল্পে ভরা। ছোট শহরের স্বপ্নবাজ এক তরুণ থেকে ধাপে ধাপে তিনি উঠে এসেছেন ঢালিউডের নন্দিত নায়কের আসনে। একসময় শুটিং ফ্লোরে ঘুরে বেড়ানো যে যুবক মাত্র কয়েকটি সংলাপ বলার সুযোগের অপেক্ষায় দিন কাটিয়েছেন, তাঁকেই পরে দর্শক পেয়েছেন বেদের মেয়ে জোসনার মতো জনমানুষের সিনেমার নায়ক হিসেবে। তাঁর অভিনয়ের ধরনে ছিল বিনয়, পরিশ্রম আর বাস্তবতার ছোঁয়া।
তাঁর শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য জানিয়ে আরিফুল ইসলাম বলেন, ‘আব্বুর শারীরিক অবস্থা এখনও অপরিবর্তিত। সপ্তাহে পাঁচ দিন করে তাঁকে নিতে হচ্ছে রেডিওথেরাপি, যা টার্গেট থেরাপি হিসেবে দেওয়া হচ্ছে। ছয় সপ্তাহ শেষ হলে চার সপ্তাহ তাঁকে চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকতে হবে। ডিসেম্বরের শেষ দিকে চিকিৎসার অগ্রগতি সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে আমরা আশা করছি।’
সম্প্রতি সামাজিক মাধ্যমে ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। এ নিয়ে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়েছেন তাঁর ছেলে মিরাজুল মইন জয়।
তিনি জানান, বাবার অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর থেকে ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের কর্মী, ভক্ত এবং সাধারণ মানুষ দেশ-বিদেশ থেকে দোয়া করছেন। বিশেষ করে গত শুক্রবার জুমার নামাজে বহু স্থানে মিলাদ ও দোয়া মাহফিল হয়েছে, যা তাদের পরিবার আন্তরিক কৃতজ্ঞতার সঙ্গে গ্রহণ করেছে।
প্রসঙ্গত, দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে শতাধিক জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন ইলিয়াস কাঞ্চন। তাঁর অভিনীত ‘বেদের মেয়ে জোসনা’ সিনেমার ইতিহাসে অন্যতম ব্যবসাসফল চলচ্চিত্র। ‘ভেজা চোখ’ সিনেমায় তাঁর অভিনয়ে কেঁদেছে অগণিত দর্শক। শুধু পর্দায় নয়, বাস্তব জীবনেও তিনি মানুষের পাশে দাঁড়িয়েছেন। তাঁর উদ্যোগে গড়ে ওঠা ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলন আজ জাতীয় স্লোগানে রূপ নিয়েছে। সাংস্কৃতিক অঙ্গন ও সামাজিক দায়িত্ব পালনে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি একুশে পদকসহ বহু সম্মাননা পেয়েছেন।



































