তানিন সুবহার লাইফ সাপোর্ট বিকেলে খুলে ফেলা হতে পারে
- সর্বশেষ আপডেট ০৩:১১:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫
- / 377
জনপ্রিয় টেলিভিশন ও চলচ্চিত্র অভিনেত্রী তানিন সুবহা লাইফ সাপোর্টে রয়েছেন দীর্ঘদিন ধরে। ২ জুন হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার কোনো উন্নতি না হওয়ায় চিকিৎসকেরা তাকে ক্লিনিক্যালি ডেড ঘোষণা করেছেন। তবে এখনো পর্যন্ত লাইফ সাপোর্ট খোলা হয়নি।
তানিনের পারিবারিক সূত্র জানিয়েছে, ১০ জুন (আজ) বিকেলেই তার লাইফ সাপোর্ট খুলে ফেলার সম্ভাবনা রয়েছে। দুপুরের পর স্বামী হাসপাতালে পৌঁছালে চিকিৎসকদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। লাইফ সাপোর্ট খুলে নেওয়ার পর তাকে কোথায় নেওয়া হবে, সে বিষয়ে এখনো কিছু জানানো হয়নি।
চিকিৎসকরা জানিয়েছেন, তানিনের মস্তিষ্কে কোনো প্রতিক্রিয়া নেই। ফলে তার ব্রেইনের সব কার্যক্রম বন্ধ হয়ে গেছে। গত কয়েকদিনে শারীরিক অবস্থার আরও অবনতি ঘটেছে।

বরিশালের গৌরনদীর মোল্লারহাটে জন্ম নেওয়া তানিন আজাদ কালামের পরিচালনায় ‘যমজ’ নাটকে মোশাররফ করিমের বিপরীতে অভিনয় করে পরিচিতি লাভ করেন। এরপর ‘আলাল দুলাল’, ‘শেয়ানা জামাই’, ‘ম্যারেজ মিডিয়া ডটকম’, ‘আরতির পতাকা’সহ আরও বেশ কিছু নাটকে অভিনয় করেন। বড় পর্দায়ও কাজ করেন ‘মাটির পরী’সহ কয়েকটি সিনেমায়। তার অভিনীত কিছু চলচ্চিত্র এখনো মুক্তির অপেক্ষায়।
শিল্পী হিসেবে সাফল্যের পাশাপাশি তিনি নিজেই প্রতিষ্ঠা করেন একটি বিউটি পার্লার। বর্তমানে তার শারীরিক অবস্থার অবনতিতে সহকর্মী ও ভক্তদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে তার জন্য প্রার্থনার জোয়ার।






































