ঢাকা ১১:৫২ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

তানজিন তিশা নন, শুভর নতুন অ্যাকশন ছবিতে নায়িকা মিম

বিনোদন প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৮:০৫:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫
  • / 91

তানজিন তিশা নন, শুভর নতুন অ্যাকশন ছবিতে নায়িকা মিম

কয়েক দিন আগে অভিনেত্রী ঐশীর সঙ্গে ছবি প্রকাশের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন চিত্রনায়ক আরিফিন শুভ। এরপরই তার নতুন কাজ নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে। বিশেষ করে অ্যাকশন লুকে শুভর ভাইরাল হওয়া কয়েকটি ছবি আরও কৌতূহল বাড়ায়।

পরিচিত কয়েকটি সূত্র জানিয়েছে, রাজশাহীতে বেশ গোপনীয়তার মধ্যেই নতুন একটি সিনেমার শুটিং করছেন এই নায়ক। যেসব ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে, সেগুলো নাকি সেই ছবিরই শুটিং সেট থেকে ফাঁস হওয়া মুহূর্ত। ছবিটি নির্মাণ করছেন পরিচালক সাইফ চন্দন।

ভাইরাল হওয়া ফটোতে দেখা যায়—শুভর লম্বা চুল, সারা শরীরে রক্তের দাগ এবং দুই হাতে রক্তাক্ত কুড়াল—যা দেখে দর্শকদের মনে অ্যাকশন ঘরানার গল্পের ইঙ্গিত মিলেছে। তবে সিনেমা–সম্পর্কিত ব্যক্তিরা এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানাতে চাননি।

প্রথমদিকে গুঞ্জন ছিল, তানজিন তিশাই নাকি এ ছবিতে শুভর বিপরীতে অভিনয় করছেন। তবে সাম্প্রতিক তথ্যে জানা গেছে, নায়িকা হিসেবে থাকছেন বিদ্যা সিনহা মিম

ছবিটির চিত্রনাট্য লিখেছেন সিদ্দিক আহমেদ। নাম চূড়ান্ত না হলেও কয়েকটি সম্ভাব্য শিরোনাম নিয়ে আলোচনা চলছে। সবকিছু পরিকল্পনামাফিক এগোলে সিনেমাটি আসছে ঈদুল ফিতরেই মুক্তি পেতে পারে।

এই প্রজেক্টের মাধ্যমে তৃতীয়বারের মতো বড়পর্দায় জুটি বাঁধছেন আরিফিন শুভ ও মিম। এর আগে তারা একসঙ্গে কাজ করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজের তারকাঁটা এবং গোলাম সোহরাব দোদুলের সাপলুডু–তে।

শুভকে সর্বশেষ দেখা গেছে ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত নীলচক্র সিনেমায়। অন্যদিকে, মিমকে শেষবার দেখা গেছে দুই বছর আগে অন্তর্জাল ও কলকাতার মানুষ ছবিতে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

তানজিন তিশা নন, শুভর নতুন অ্যাকশন ছবিতে নায়িকা মিম

সর্বশেষ আপডেট ০৮:০৫:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫

কয়েক দিন আগে অভিনেত্রী ঐশীর সঙ্গে ছবি প্রকাশের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন চিত্রনায়ক আরিফিন শুভ। এরপরই তার নতুন কাজ নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে। বিশেষ করে অ্যাকশন লুকে শুভর ভাইরাল হওয়া কয়েকটি ছবি আরও কৌতূহল বাড়ায়।

পরিচিত কয়েকটি সূত্র জানিয়েছে, রাজশাহীতে বেশ গোপনীয়তার মধ্যেই নতুন একটি সিনেমার শুটিং করছেন এই নায়ক। যেসব ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে, সেগুলো নাকি সেই ছবিরই শুটিং সেট থেকে ফাঁস হওয়া মুহূর্ত। ছবিটি নির্মাণ করছেন পরিচালক সাইফ চন্দন।

ভাইরাল হওয়া ফটোতে দেখা যায়—শুভর লম্বা চুল, সারা শরীরে রক্তের দাগ এবং দুই হাতে রক্তাক্ত কুড়াল—যা দেখে দর্শকদের মনে অ্যাকশন ঘরানার গল্পের ইঙ্গিত মিলেছে। তবে সিনেমা–সম্পর্কিত ব্যক্তিরা এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানাতে চাননি।

প্রথমদিকে গুঞ্জন ছিল, তানজিন তিশাই নাকি এ ছবিতে শুভর বিপরীতে অভিনয় করছেন। তবে সাম্প্রতিক তথ্যে জানা গেছে, নায়িকা হিসেবে থাকছেন বিদ্যা সিনহা মিম

ছবিটির চিত্রনাট্য লিখেছেন সিদ্দিক আহমেদ। নাম চূড়ান্ত না হলেও কয়েকটি সম্ভাব্য শিরোনাম নিয়ে আলোচনা চলছে। সবকিছু পরিকল্পনামাফিক এগোলে সিনেমাটি আসছে ঈদুল ফিতরেই মুক্তি পেতে পারে।

এই প্রজেক্টের মাধ্যমে তৃতীয়বারের মতো বড়পর্দায় জুটি বাঁধছেন আরিফিন শুভ ও মিম। এর আগে তারা একসঙ্গে কাজ করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজের তারকাঁটা এবং গোলাম সোহরাব দোদুলের সাপলুডু–তে।

শুভকে সর্বশেষ দেখা গেছে ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত নীলচক্র সিনেমায়। অন্যদিকে, মিমকে শেষবার দেখা গেছে দুই বছর আগে অন্তর্জাল ও কলকাতার মানুষ ছবিতে।