তাঁতশিল্পী আলী আকবরের মৃত্যুতে জয়া আহসানের শোক
- সর্বশেষ আপডেট ০৫:২২:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
- / 87
বাংলাদেশের নারীদের প্রিয় শাড়ির তালিকায় জামদানি সবসময়ই শীর্ষে। এই সাংস্কৃতিক অহংকারকে ধরে রাখতে জয়া আহসান বহুবার দেশের বাইরে নিজ পরিচয়ের সঙ্গে জামদানি তুলে ধরেছেন। তবে এই শিল্পের পেছনে যে শ্রমী মানুষেরা আছেন, তাঁদের একজন, ওস্তাদ তাঁতশিল্পী আলী আকবর (৮৩), গতকাল সকালেই মৃত্যুবরণ করেছেন।
তাঁর প্রয়াণে শোক প্রকাশ করে জয়া সামাজিক মাধ্যমে লিখেছেন, “জামদানি শাড়ি আমার কাছে সাংস্কৃতিক পরিচয়ের একটি অংশ। প্রতিটি সুতা, প্রতিটি নকশা আমাকে আমার পরিচয় জানান দেয়। এটি আমার আবেগের ভাষা, যা আমাকে আমার সংস্কৃতি ও ইতিহাসের সঙ্গে সংযুক্ত করে।”
জয়া আরও জানিয়েছেন, তিনি যে সাদা শাড়ি পরে আছেন, সেটি আলী আকবরই তৈরি করেছিলেন। তিনি লিখেছেন, “আমরা সত্যিই একজন রত্ন হারিয়েছি। কারণ, এই জামদানির নকশাটি তিনি ছাড়া আর কেউ তৈরি করতে পারতেন না।”
তাঁতশিল্পীদের উপযুক্ত পারিশ্রমিক না মেলার কারণে এই শিল্প হারিয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন জয়া। তাঁর ভাষায়, “জামদানি তৈরি ও নকশা করা বিশাল ধৈর্য ও পরিশ্রমের কাজ। কিন্তু এর তুলনায় আয় তেমন হয় না, ফলে পরবর্তী প্রজন্ম এ কাজে আগ্রহ হারাচ্ছে।”
ওস্তাদ আলী আকবরকে স্মরণ করে জয়া বলেন, “এই মোটিভটি শুধু আলী আকবর ভাই-ই তৈরি করতে পারতেন। তাঁর শরীর নিভে যাওয়ার সঙ্গে সঙ্গে সেই গুণটিও হারিয়ে গেল। একজন পরিশ্রমী, সত্যিকারের শিল্পীর প্রতি রইল গভীর শ্রদ্ধাঞ্জলি। আপনারা সবাই আমাদের এই ওস্তাদ তাঁতিকে প্রার্থনায় রাখবেন।”
প্রসঙ্গত, ২০২৫ সালে জয়া আহসানকে ‘জয়া আর শারমিন’, ‘উৎসব’, ‘তাণ্ডব’, ‘ফেরেশতে’, ‘ডিয়ার মা’ এবং ‘পুতুলনাচের ইতিকথা’ সিনেমায় দেখা গেছে। সামনে আরও কয়েকটি নতুন প্রকল্পে দেখা যাবে তাঁকে।
































