তপশিল ও নির্বাচন নিয়ে বৈঠকে ইসি
- সর্বশেষ আপডেট ১২:৪৬:২০ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
- / 48
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল, গণভোট ও ভোটের আগে পরের কার্যক্রম পর্যালোচনা করতে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। তপশিলের আগে গুরুত্বপূর্ণ এই বৈঠকে নির্বাচন ব্যবস্থাপনা নিয়েও সিদ্ধান্ত হবে। রোববার (৭ ডিসেম্বর) বেলা পৌনে ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সভাকক্ষে এই বৈঠক শুরু হয়।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে বৈঠকে চার নির্বাচন কমিশনার ও ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন। এটি বর্তমান নির্বাচন কমিশনের দশম কমিশন বৈঠক। বৈঠকের আলোচ্য সূচিতে ১০টি বিষয় রাখা হয়েছে।
এগুলো হচ্ছে– তপশিল, তপশিলের আগে ও পরের কার্যক্রম, গণভোট আয়োজনসহ সংসদ নির্বাচনের সার্বিক প্রস্তুতির সর্বশেষ অবস্থা, মাঠ পর্যায়ে সর্বোচ্চ যোগাযোগ, মতবিনিময়, সমন্বয়-সংক্রান্ত, বিবিধ ইত্যাদি।
ইসি সূত্র জানায়, বৈঠকে সার্বিক অগ্রগতির বিষয়ে আলোচনার পাশাপাশি পোস্টাল ভোটিংয়ের ব্যালট আনা-নেওয়ার সময়ও চূড়ান্ত হবে।
ইসির কর্মকর্তারা জানান, ফেব্রুয়ারির প্রথমার্ধে দুই ভোটের সব প্রস্তুতি শেষ হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী ও আন্তঃমন্ত্রণালয়ের সঙ্গে চূড়ান্ত বৈঠকও হয়েছে। প্রথা অনুযায়ী ভোটের সার্বিক দিকে তুলে ধরতে আগামী বুধবার রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে যাবেন সিইসি ও চার নির্বাচন কমিশনার। এরপর তপশিল ঘোষণা করা হবে।
































