ঢাকা ০৮:২১ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ঢাবিতে পিনাকী ও ইলিয়াসের কুশপুত্তলিকা দাহ

নিজস্ব প্রতিবেদক, ঢাবি
  • সর্বশেষ আপডেট ০৪:১১:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
  • / 102

ঢাবিতে পিনাকী ও ইলিয়াসের কুশপুত্তলিকা দাহ

বাংলাদেশের বিজয় দিবসকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে করা ‘অশালীন মন্তব্য’ ও ‘আপত্তিকর বক্তব্যের’ প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী পিনাকী ভট্টাচার্য ও ইউটিউবার ইলিয়াস হোসেনের কুশপুত্তলিকা দাহ করেছে।

বুধবার (১০ ডিসেম্বর) রাত প্রায় ৯টা ১৫ মিনিটে রাজু ভাস্কর্যের সামনে এই প্রতীকী প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময়ে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধবিরোধী বক্তব্যের প্রতিবাদ জানান।

আয়োজকদের একজন জানান, মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে অপপ্রচার ও অসত্য তথ্য ছড়ানোর বিরুদ্ধে নৈতিক অবস্থান থেকেই তারা এ আয়োজন করেন। তিনি বলেন, বিজয়ের মাসে স্বাধীনতা সংগ্রাম ও শহিদদের মর্যাদা ক্ষুণ্ন করার যেকোনো বক্তব্য মেনে নেওয়া যায় না, তাই শিক্ষার্থীরা প্রতিবাদের পথ বেছে নিয়েছেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ঢাবিতে পিনাকী ও ইলিয়াসের কুশপুত্তলিকা দাহ

সর্বশেষ আপডেট ০৪:১১:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫

বাংলাদেশের বিজয় দিবসকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে করা ‘অশালীন মন্তব্য’ ও ‘আপত্তিকর বক্তব্যের’ প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী পিনাকী ভট্টাচার্য ও ইউটিউবার ইলিয়াস হোসেনের কুশপুত্তলিকা দাহ করেছে।

বুধবার (১০ ডিসেম্বর) রাত প্রায় ৯টা ১৫ মিনিটে রাজু ভাস্কর্যের সামনে এই প্রতীকী প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময়ে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধবিরোধী বক্তব্যের প্রতিবাদ জানান।

আয়োজকদের একজন জানান, মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে অপপ্রচার ও অসত্য তথ্য ছড়ানোর বিরুদ্ধে নৈতিক অবস্থান থেকেই তারা এ আয়োজন করেন। তিনি বলেন, বিজয়ের মাসে স্বাধীনতা সংগ্রাম ও শহিদদের মর্যাদা ক্ষুণ্ন করার যেকোনো বক্তব্য মেনে নেওয়া যায় না, তাই শিক্ষার্থীরা প্রতিবাদের পথ বেছে নিয়েছেন।