ঢাকায় শুরু হচ্ছে দক্ষিণ এশিয়ার উচ্চশিক্ষা সম্মেলন, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা
- সর্বশেষ আপডেট ০৪:০৮:৩৮ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
- / 50
ঢাকায় আগামীকাল (১৩ জানুয়ারি) তিন দিনব্যাপী “উচ্চশিক্ষার বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ দিকনির্দেশনা-২০২৬” শীর্ষক দক্ষিণ এশীয় আঞ্চলিক সম্মেলন শুরু হচ্ছে।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) সোমবার (১১ জানুয়ারী) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন।
রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে অনুষ্ঠিত এ আন্তর্জাতিক সম্মেলন বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের অর্থায়নে ইউজিসি’র হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের আওতায় আয়োজন করা হয়েছে।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আনুষ্ঠানিকভাবে সম্মেলন উদ্বোধন করবেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার।
ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. এসএমএ ফায়েজ-এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখবেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীন এবং বাংলাদেশে বিশ্ব ব্যাংকের ডিভিশন ডিরেক্টর জ্যঁ পেম। ইউজিসি সদস্য প্রফেসর ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান স্বাগত বক্তব্য রাখবেন।
সম্মেলনে অংশগ্রহণ করবেন সার্কভুক্ত দেশের উচ্চশিক্ষা কমিশনের প্রতিনিধি, বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষাবিদ ও গবেষক। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সরকারের উপদেষ্টা, মন্ত্রণালয় ও ইউজিসি কর্মকর্তাবৃন্দ, পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, কূটনীতিক, শিল্প ও বাণিজ্য সংগঠনের নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা।
মোট ৩০ জন আন্তর্জাতিক প্রতিনিধি যুক্তরাজ্য, মালদ্বীপ, মালয়েশিয়া, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং বিশ্বব্যাংক থেকে অংশ নেবেন।
সম্মেলনের মূল উদ্দেশ্য হলো দক্ষিণ এশিয়ার উচ্চশিক্ষা নেটওয়ার্ককে শক্তিশালী করা, বিশ্ববিদ্যালয়ে সুশাসন নিশ্চিত করা, গবেষণার মানোন্নয়ন, আধুনিক প্রযুক্তি সংযোজন, ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সম্পর্ক বৃদ্ধি এবং উচ্চশিক্ষার চ্যালেঞ্জ চিহ্নিত করে সমাধান নির্ধারণ করা।
প্রথম দিনে অনুষ্ঠিত হবে দুটি সেশন—‘স্টেট অব হায়ার এডুকেশন ইন সাউথ এশিয়া: গভর্নেন্স, কোয়ালিটি অ্যান্ড ইনক্লুসিভনেস’ এবং ‘স্টেট অব হায়ার এডুকেশন ইন সাউথ এশিয়া: রিসার্চ, ইনোভেশন, সাসটেইনেবিলিটি অ্যান্ড কমিউনিটি এনগেজমেন্ট’।
দ্বিতীয় দিনে পাঁচটি সেশন অনুষ্ঠিত হবে, যেখানে এআই ইন্টিগ্রেশন, ডিজিটাল ট্রান্সফরমেশন, গ্র্যাজুয়েট এমপ্লয়াবিলিটি, ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সহযোগিতা, অংশীদার সংলাপ এবং হিট প্রকল্পের পারস্পেকটিভ নিয়ে আলোচনা করা হবে।
শেষ দিনে ‘জেন্ডার ইন হায়ার এডুকেশন: কারেন্ট ট্রেন্ডস অ্যান্ড চ্যালেঞ্জেস’ সেশন অনুষ্ঠিত হবে এবং সমাপনী অনুষ্ঠানে ‘ঢাকা হায়ার এডুকেশন ডিক্লারেশন’ ঘোষণা করা হবে।




































