ঢাকায় বৃষ্টির পানিতে ঝরল যুবকের প্রাণ
- সর্বশেষ আপডেট ১১:৩৭:০২ পূর্বাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
- / 86
রাজধানীতে বৃষ্টির পানিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে বংশালের নাজিরা বাজার চৌরাস্তার কাজী আলাউদ্দিন সড়কের জামাই গলিতে এ ঘটনা ঘটে। নিহতের নাম আমিন (৩০)।
পথচারীরা জানান, সাইকেলযোগে রাস্তা দিয়ে যাওয়ার সময় আমিন পানিতে পড়ে যান। তখন তিনি বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা বাঁশ দিয়ে তাকে পানির বাইরে তুলে এনে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেন। তবে সকাল পৌনে ১০টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আমিন পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার টেলিসানি গ্রামের বাসিন্দা মো. বাদশা মিয়ার ছেলে। তিনি ঢাকার হাজারীবাগ বিজিবি ১ নম্বর গেট এলাকায় থাকতেন এবং একটি বেকারিতে কাজ করতেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক বলেন, “নাজিরা বাজার এলাকা থেকে গুরুতর অবস্থায় আনার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পথচারীদের ভাষ্য অনুযায়ী, রাস্তায় জমে থাকা বৃষ্টির পানিতে বিদ্যুতায়িত হয়ে তার মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।”

































