ঢাকা ১০:৫১ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকায় বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলনে পাঁচ ইস্যু

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৬:২৫:৪২ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫
  • / 135

বিজিবি-বিএসএফ

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে ঢাকায় অনুষ্ঠিতব্য দ্বিবার্ষিক সীমান্ত সম্মেলনে অংশ নেওয়ার অনুমতি দিয়েছে। আগামী ২৫ আগস্ট থেকে ২৮ আগস্ট পর্যন্ত এই বৈঠক অনুষ্ঠিত হবে। চলতি মাসের শুরুতে বাংলাদেশ এ আমন্ত্রণ পাঠায়। খবর দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের।

এটি হবে শেখ হাসিনা সরকার পতনের পর কোনো ভারতীয় প্রতিনিধি দলের প্রথম ঢাকা সফর।

বিএসএফের মুখপাত্র জানান, সম্মেলনে নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে। এর মধ্যে রয়েছে, বিএসএফ সদস্য ও ভারতীয় নাগরিকদের ওপর বাংলাদেশি দুষ্কৃতকারীদের হামলা প্রতিরোধ, সীমান্ত অপরাধ দমন, একক সারির বেড়া নির্মাণ, বাংলাদেশে অবস্থানরত ভারতীয় বিদ্রোহী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে ব্যবস্থা, সীমান্ত অবকাঠামো উন্নয়ন, সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা পরিকল্পনা (সিবিএমপি) বাস্তবায়নে যৌথ উদ্যোগ এবং আস্থা বৃদ্ধির পদক্ষেপসহ অন্যান্য বিষয়।

তিনি আরও জানান, ‘বিএসএফ ও বিজিবির মধ্যে মহাপরিচালক পর্যায়ের এ ৫৬তম সীমান্ত সমন্বয় সম্মেলন আয়োজন করবে বিজিবি।’

বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন (ফাইল ফটো)
বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন (ফাইল ফটো)

বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর প্রথম সম্মেলন হয়েছিল ১৯৭৫ সালের ২ ডিসেম্বর, কলকাতায়। সেই সম্মেলনে তৎকালীন বিডিআরের প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছিলেন মেজর জেনারেল কাজী গোলাম দস্তগীর এবং বিএসএফের প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছিলেন বিএসএফের সাবেক মহাপরিচালক অশ্বিনী কুমার।

বিজিবি-বিএসএফের সর্বশেষ বৈঠকটি হয়েছিল গত ১৭-২০ ফেব্রুয়ারি, নয়াদিল্লিতে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ঢাকায় বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলনে পাঁচ ইস্যু

সর্বশেষ আপডেট ০৬:২৫:৪২ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে ঢাকায় অনুষ্ঠিতব্য দ্বিবার্ষিক সীমান্ত সম্মেলনে অংশ নেওয়ার অনুমতি দিয়েছে। আগামী ২৫ আগস্ট থেকে ২৮ আগস্ট পর্যন্ত এই বৈঠক অনুষ্ঠিত হবে। চলতি মাসের শুরুতে বাংলাদেশ এ আমন্ত্রণ পাঠায়। খবর দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের।

এটি হবে শেখ হাসিনা সরকার পতনের পর কোনো ভারতীয় প্রতিনিধি দলের প্রথম ঢাকা সফর।

বিএসএফের মুখপাত্র জানান, সম্মেলনে নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে। এর মধ্যে রয়েছে, বিএসএফ সদস্য ও ভারতীয় নাগরিকদের ওপর বাংলাদেশি দুষ্কৃতকারীদের হামলা প্রতিরোধ, সীমান্ত অপরাধ দমন, একক সারির বেড়া নির্মাণ, বাংলাদেশে অবস্থানরত ভারতীয় বিদ্রোহী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে ব্যবস্থা, সীমান্ত অবকাঠামো উন্নয়ন, সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা পরিকল্পনা (সিবিএমপি) বাস্তবায়নে যৌথ উদ্যোগ এবং আস্থা বৃদ্ধির পদক্ষেপসহ অন্যান্য বিষয়।

তিনি আরও জানান, ‘বিএসএফ ও বিজিবির মধ্যে মহাপরিচালক পর্যায়ের এ ৫৬তম সীমান্ত সমন্বয় সম্মেলন আয়োজন করবে বিজিবি।’

বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন (ফাইল ফটো)
বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন (ফাইল ফটো)

বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর প্রথম সম্মেলন হয়েছিল ১৯৭৫ সালের ২ ডিসেম্বর, কলকাতায়। সেই সম্মেলনে তৎকালীন বিডিআরের প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছিলেন মেজর জেনারেল কাজী গোলাম দস্তগীর এবং বিএসএফের প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছিলেন বিএসএফের সাবেক মহাপরিচালক অশ্বিনী কুমার।

বিজিবি-বিএসএফের সর্বশেষ বৈঠকটি হয়েছিল গত ১৭-২০ ফেব্রুয়ারি, নয়াদিল্লিতে।