ঢাকায় বাসে ই-টিকিট বাধ্যতামূলক, এক সপ্তাহের মধ্যে পুরোপুরি চালু
- সর্বশেষ আপডেট ০৮:২৯:২০ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
- / 44
রাজধানী ঢাকা ও আশপাশের রুটে চলাচলকারী বাসে ই-টিকিট ছাড়া যাত্রী পরিবহন করা যাবে না। নতুন এই ব্যবস্থা আগামী এক সপ্তাহের মধ্যে পুরোপুরি কার্যকর হবে বলে জানিয়েছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি।
সোমবার (১৯ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ই-টিকিটিং ব্যবস্থার উদ্বোধন করা হয়। এতে জানানো হয়, বাস স্টপেজগুলোতে কিউআর কোড বসানো হবে। যাত্রীরা কোড স্ক্যান করে অ্যাপ ডাউনলোডের মাধ্যমে নিজেরাই টিকিট কাটতে পারবেন। স্মার্টফোন ব্যবহার করতে না পারা যাত্রীদের জন্য সাড়ে তিন হাজারের বেশি টিকিট মাস্টার থাকবে, যাদের কাছ থেকে টিকিট সংগ্রহ করা যাবে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল আলম বলেন, বিভিন্ন পরিবহন কোম্পানির সঙ্গে চুক্তির মাধ্যমে আরবানমুভ টেক ই-টিকিটিং ব্যবস্থার কারিগরি দায়িত্ব পালন করবে। এ উদ্যোগ বাস্তবায়নে ঢাকা মহানগর পুলিশ, পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনগুলো সমন্বিতভাবে কাজ করবে।
তিনি জানান, নতুন ব্যবস্থায় সব বাস নির্ধারিত স্টপেজে যাত্রী তুলবে ও নামাবে। প্রতিটি যাত্রীকে অ্যাপ বা ডিভাইসের মাধ্যমে ই-টিকিট নিয়ে ভ্রমণ করতে হবে। সরকার নির্ধারিত ভাড়ার বেশি নেওয়া যাবে না এবং শিক্ষার্থীদের ক্ষেত্রে আগের মতোই অর্ধেক ভাড়া কার্যকর থাকবে।
সাইফুল আলম বলেন, ই-টিকিটিং চালু হলে সড়কে শৃঙ্খলা ফিরবে, অসম প্রতিযোগিতা বন্ধ হবে, যানজট ও দুর্ঘটনা কমবে এবং যাত্রীদের নিরাপত্তা ও সেবার মান বাড়বে। একই সঙ্গে সড়কে চাঁদাবাজির মতো অনিয়মও বন্ধ হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে ঢাকার বাস সার্ভিস চরম বিশৃঙ্খলার মধ্য দিয়ে চলছে। নির্দিষ্ট স্টপেজ না মানা, বৈধ রুট পারমিট ও লাইসেন্সসংক্রান্ত জটিলতা এবং কন্ট্রাক্ট পদ্ধতিতে গাড়ি চালানোর কারণে দুর্ঘটনা ও যানজট বেড়েছে। এসব সমস্যা সমাধানে যৌথ উদ্যোগে ই-টিকিটিং ও কাউন্টারভিত্তিক বাস পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরবানমুভ টেকের ব্যবস্থাপনা পরিচালক জুনায়েদ আবদুল্লাহ জানান, ঢাকার ৮০০টির বেশি বাস স্টপেজে কিউআর কোড বসানো হবে। পুরো ব্যবস্থাটি প্রযুক্তিনির্ভর হলেও যাত্রীদের সুবিধার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।
সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) সরওয়ার হোসেন, অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) আনিসুর রহমান এবং পরিবহন শ্রমিক নেতারাও উপস্থিত ছিলেন।































