ব্যবস্থা নিতে হবে রাজউককে
ঢাকায় ‘নো ফ্লাই জোনে’ ২৬৩ অবৈধ ভবন
- সর্বশেষ আপডেট ০২:৪৯:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫
- / 114
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং পুরাতন তেজগাঁও বিমানবন্দরের আশপাশে ‘নো ফ্লাই জোন’ এলাকায় অনুমোদন ছাড়াই অন্তত ২৬৩টি উঁচু ভবন নির্মিত হয়েছে। গত এক দশকে এসব ভবন নির্মিত হলেও এখনও পর্যন্ত সেগুলোর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।
বৃহস্পতিবার (৭ আগস্ট) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। তিনি বলেন, “ভবন ভাঙার ক্ষমতা আমাদের নেই। তাই আমরা বারবার রাজউককে চিঠি দিয়েছি। এখন এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার দায়-দায়িত্ব রাজউকের।”
সাম্প্রতিক সময়ের আলোচিত ‘মাইলস্টোন’ স্কুলভবনের ওপর বিমান উড়তে দেখা যাওয়ার ঘটনা সামনে আসার পর এই বিষয়টি আবারও আলোচনায় এসেছে। তবে বেবিচক চেয়ারম্যান স্পষ্ট করেন, “মাইলস্টোনের আশপাশে কোনো অবৈধ ভবন নেই। ঐ এলাকায় সর্বোচ্চ ১৫০ ফুট উচ্চতা পর্যন্ত ভবনের অনুমোদন রয়েছে। বাস্তবে সেখানে সর্বোচ্চ ভবন ১৩৫ ফুট।”
সংবাদ সম্মেলনে তৃতীয় টার্মিনালের উদ্বোধন নিয়েও প্রশ্ন তোলা হলে তিনি জানান, নির্দিষ্ট তারিখ এখনো ঠিক হয়নি। তবে নির্মাণকাজ পুরোদমে এগোচ্ছে। জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে টার্মিনাল পরিচালনার বিষয়ে আলোচনা চলছে। সমঝোতা হলে চুক্তি সই করা হবে বলেও জানান তিনি।
এই ঘটনাগুলো ঘিরে বিমান নিরাপত্তা, ভবন নিয়ন্ত্রণ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোর সমন্বয়ের বিষয়টি আবারও আলোচনায় এসেছে।






































