ঢাকা ০৪:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকায় আসছে জাতিসংঘের প্রতিনিধিদল

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৩:১৬:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
  • / 100

ঢাকায় আসছে জাতিসংঘের প্রতিনিধিদল

জাতিসংঘের স্বল্পোন্নত দেশ বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভের কার্যালয়ের পরিচালক রোনাল্ড মোলেরুসের নেতৃত্বে একটি প্রতিনিধিদল আগামী সপ্তাহে ঢাকা সফরে আসবেন। তারা বাংলাদেশের স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের সময়সীমা পেছানোর দাবিতে ব্যবসায়ীদের উদ্বেগের কারণ মূল্যায়ন করবেন।

সূত্র জানায়, এলডিসি থেকে উত্তরণ নিয়ে দেশের ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। ব্যবসায়ীরা এখনই উত্তরণের পক্ষে নয়। তাদের আশঙ্কা, এলডিসি থেকে উত্তরণ ঘটলে রপ্তানি খাত বড় ধরনের প্রভাবের মুখে পড়তে পারে। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), যুক্তরাজ্যসহ প্রধান বাজারগুলোতে শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা হারালে রপ্তানি আয়ে ৬ থেকে ১৪ শতাংশ হ্রাসের সম্ভাবনা রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, প্রতিনিধিদল ১০ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত ঢাকা সফরে থাকবেন। এই সফরের মূল উদ্দেশ্য হলো ব্যবসায়ীদের উদ্বেগ ও পরিস্থিতি সরেজমিনে মূল্যায়ন করা।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ঢাকায় আসছে জাতিসংঘের প্রতিনিধিদল

সর্বশেষ আপডেট ০৩:১৬:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫

জাতিসংঘের স্বল্পোন্নত দেশ বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভের কার্যালয়ের পরিচালক রোনাল্ড মোলেরুসের নেতৃত্বে একটি প্রতিনিধিদল আগামী সপ্তাহে ঢাকা সফরে আসবেন। তারা বাংলাদেশের স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের সময়সীমা পেছানোর দাবিতে ব্যবসায়ীদের উদ্বেগের কারণ মূল্যায়ন করবেন।

সূত্র জানায়, এলডিসি থেকে উত্তরণ নিয়ে দেশের ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। ব্যবসায়ীরা এখনই উত্তরণের পক্ষে নয়। তাদের আশঙ্কা, এলডিসি থেকে উত্তরণ ঘটলে রপ্তানি খাত বড় ধরনের প্রভাবের মুখে পড়তে পারে। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), যুক্তরাজ্যসহ প্রধান বাজারগুলোতে শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা হারালে রপ্তানি আয়ে ৬ থেকে ১৪ শতাংশ হ্রাসের সম্ভাবনা রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, প্রতিনিধিদল ১০ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত ঢাকা সফরে থাকবেন। এই সফরের মূল উদ্দেশ্য হলো ব্যবসায়ীদের উদ্বেগ ও পরিস্থিতি সরেজমিনে মূল্যায়ন করা।