ঢাকা ০৯:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার অধ্যাদেশ চূড়ান্ত

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৮:৪০:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
  • / 43

সাত কলেজকে নিয়ে ঢাকা সেন্ট্রোল ইউনিভার্সিটি

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার লক্ষ্যে প্রণীত অধ্যাদেশের চূড়ান্ত খসড়া সম্পন্ন করে সরকারের সর্বোচ্চ পর্যায়ে পাঠানো হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় বলছে, প্রয়োজনীয় সব ধাপ শেষে এখন কেবল আনুষ্ঠানিক অনুমোদনের অপেক্ষা।

শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয় পর্যায়ের সব প্রক্রিয়া শেষ করে রোববার (১৮ জানুয়ারি) চূড়ান্ত অধ্যাদেশের খসড়া মন্ত্রিপরিষদ বিভাগে পাঠিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অধ্যাদেশ চূড়ান্ত করার আগে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের মতামত নেওয়া হয়েছে। পাশাপাশি ওয়েবসাইটে প্রকাশের মাধ্যমে সাধারণ মানুষের মতামত গ্রহণ, শিক্ষক-শিক্ষার্থী ও সুশীল সমাজের সঙ্গে মতবিনিময় সভা এবং বিশেষজ্ঞদের অভিমত নেওয়ার মতো একাধিক গুরুত্বপূর্ণ ধাপ অতিক্রম করা হয়েছে।

অধ্যাদেশ প্রণয়নের ক্ষেত্রে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করার উপযোগী কাঠামো দাঁড় করানোই ছিল বিভাগের মূল লক্ষ্য। এ ক্ষেত্রে বিভিন্ন পক্ষের যৌক্তিক প্রত্যাশা ও উদ্বেগ বিবেচনায় নেওয়া হয়েছে বলেও জানানো হয়।

শিক্ষা মন্ত্রণালয় বলেছে, টেকসই ও বিশ্বমানের বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় মৌলিক ও অবকাঠামোগত সংস্কার ধাপে ধাপে সম্পন্ন করা জরুরি। এ পর্যায়ে কোনো বিশৃঙ্খলা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি পুরো উদ্যোগকে ক্ষতিগ্রস্ত করতে পারে। তাই অধ্যাদেশটি যেহেতু চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে, সে কারণে জনদুর্ভোগ বা স্বাভাবিক জনজীবন ব্যাহত হয় এমন কর্মসূচি থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দীর্ঘদিনের ধৈর্য ও পারস্পরিক সহযোগিতা বজায় থাকলে খুব শিগগিরই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির আনুষ্ঠানিক যাত্রা নিশ্চিত করা সম্ভব হবে, যা দেশের উচ্চশিক্ষা ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার অধ্যাদেশ চূড়ান্ত

সর্বশেষ আপডেট ০৮:৪০:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার লক্ষ্যে প্রণীত অধ্যাদেশের চূড়ান্ত খসড়া সম্পন্ন করে সরকারের সর্বোচ্চ পর্যায়ে পাঠানো হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় বলছে, প্রয়োজনীয় সব ধাপ শেষে এখন কেবল আনুষ্ঠানিক অনুমোদনের অপেক্ষা।

শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয় পর্যায়ের সব প্রক্রিয়া শেষ করে রোববার (১৮ জানুয়ারি) চূড়ান্ত অধ্যাদেশের খসড়া মন্ত্রিপরিষদ বিভাগে পাঠিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অধ্যাদেশ চূড়ান্ত করার আগে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের মতামত নেওয়া হয়েছে। পাশাপাশি ওয়েবসাইটে প্রকাশের মাধ্যমে সাধারণ মানুষের মতামত গ্রহণ, শিক্ষক-শিক্ষার্থী ও সুশীল সমাজের সঙ্গে মতবিনিময় সভা এবং বিশেষজ্ঞদের অভিমত নেওয়ার মতো একাধিক গুরুত্বপূর্ণ ধাপ অতিক্রম করা হয়েছে।

অধ্যাদেশ প্রণয়নের ক্ষেত্রে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করার উপযোগী কাঠামো দাঁড় করানোই ছিল বিভাগের মূল লক্ষ্য। এ ক্ষেত্রে বিভিন্ন পক্ষের যৌক্তিক প্রত্যাশা ও উদ্বেগ বিবেচনায় নেওয়া হয়েছে বলেও জানানো হয়।

শিক্ষা মন্ত্রণালয় বলেছে, টেকসই ও বিশ্বমানের বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় মৌলিক ও অবকাঠামোগত সংস্কার ধাপে ধাপে সম্পন্ন করা জরুরি। এ পর্যায়ে কোনো বিশৃঙ্খলা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি পুরো উদ্যোগকে ক্ষতিগ্রস্ত করতে পারে। তাই অধ্যাদেশটি যেহেতু চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে, সে কারণে জনদুর্ভোগ বা স্বাভাবিক জনজীবন ব্যাহত হয় এমন কর্মসূচি থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দীর্ঘদিনের ধৈর্য ও পারস্পরিক সহযোগিতা বজায় থাকলে খুব শিগগিরই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির আনুষ্ঠানিক যাত্রা নিশ্চিত করা সম্ভব হবে, যা দেশের উচ্চশিক্ষা ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে।