ঢাকা ০১:১৮ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
  • সর্বশেষ আপডেট ০৩:৪০:১৭ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
  • / 93

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দেড় ঘণ্টা যানচলাচল বন্ধ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে সিএনজিচালিত অটোরিকশা চালকরা। এসময় মহাসড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়, যাত্রীরা ভোগান্তিতে পড়েন। প্রায় দেড় ঘণ্টা পর পুলিশ ও শ্রমিক নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং যান চলাচল স্বাভাবিক হয়।

রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১১টার দিকে এ বিক্ষোভ শুরু হয়।

চালকদের অভিযোগ, ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সিএনজি চালাতে গিয়ে নানা ধরনের হয়রানির শিকার হচ্ছেন তারা। অনিয়ম ও অন্যায়ের প্রতিবাদ জানাতে তারা সড়ক অবরোধ করতে বাধ্য হন।

অবরোধের কারণে মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হলে পুলিশ ও শ্রমিক নেতারা ঘটনাস্থলে গিয়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন। একপর্যায়ে যৌক্তিক দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে অটোরিকশা চালকরা অবরোধ তুলে নেন।

বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহীন খান জানান, সোমবার চালকদের দাবি-দাওয়া নিয়ে প্রশাসন ও পরিবহন শ্রমিক নেতাদের বৈঠক হবে। দাবি বাস্তবায়নের আশ্বাস পাওয়ার পর শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করেছেন। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ

সর্বশেষ আপডেট ০৩:৪০:১৭ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে সিএনজিচালিত অটোরিকশা চালকরা। এসময় মহাসড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়, যাত্রীরা ভোগান্তিতে পড়েন। প্রায় দেড় ঘণ্টা পর পুলিশ ও শ্রমিক নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং যান চলাচল স্বাভাবিক হয়।

রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১১টার দিকে এ বিক্ষোভ শুরু হয়।

চালকদের অভিযোগ, ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সিএনজি চালাতে গিয়ে নানা ধরনের হয়রানির শিকার হচ্ছেন তারা। অনিয়ম ও অন্যায়ের প্রতিবাদ জানাতে তারা সড়ক অবরোধ করতে বাধ্য হন।

অবরোধের কারণে মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হলে পুলিশ ও শ্রমিক নেতারা ঘটনাস্থলে গিয়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন। একপর্যায়ে যৌক্তিক দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে অটোরিকশা চালকরা অবরোধ তুলে নেন।

বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহীন খান জানান, সোমবার চালকদের দাবি-দাওয়া নিয়ে প্রশাসন ও পরিবহন শ্রমিক নেতাদের বৈঠক হবে। দাবি বাস্তবায়নের আশ্বাস পাওয়ার পর শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করেছেন। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।