ড্র করেও স্বপ্নভঙ্গ বাংলাদেশের
- সর্বশেষ আপডেট ০৮:৩১:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
- / 115
ডিফেন্ডার তারিক কাজীর ভুলে যখন পরাজয়ের আশঙ্কা ঘনিয়ে এসেছিল, তখনই ম্যাচে ফেরার সুযোগ পায় বাংলাদেশ। ৭৫ মিনিটে হংকং চায়নার এক খেলোয়াড় লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় প্রতিপক্ষ। সেই সুযোগ কাজে লাগিয়ে রাকিব হোসেনের গোলে সমতায় ফেরে বাংলাদেশ। শেষ পর্যন্ত ১-১ ব্যবধানে ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় হামজা চৌধুরী ও শমিত শোমদের।
তবে ড্র করেও স্বপ্নভঙ্গ হয়েছে বাংলাদেশের। এশিয়ান কাপের মূলপর্বে টিকে থাকতে হলে এই ম্যাচে জয়ের বিকল্প ছিল না। কিন্তু সমতায় থামায় বাংলাদেশের আশা কার্যত শেষ। দুই পয়েন্ট নিয়ে গ্রুপ ‘সি’-এর তলানিতে আছে বাংলাদেশ, আর ৮ পয়েন্ট নিয়ে শীর্ষে হংকং চায়না।
ম্যাচের প্রথমার্ধে দুই দলই খুব বেশি আক্রমণাত্মক ফুটবল খেলতে পারেনি। ২২ মিনিটে একটি ফ্রি কিক পেলেও হামজা চৌধুরীর শট মানব দেয়ালে লেগে ফিরে আসে। অন্যদিকে, ৩৬ মিনিটে ডিফেন্ডার তারিক কাজীর ফাউলে পেনাল্টি পায় হংকং চায়না। অধিনায়ক ম্যাট ওর স্পটকিক থেকে গোল করে দলকে এগিয়ে নেন।
দ্বিতীয়ার্ধে কিছুটা ছন্দ ফিরে পায় বাংলাদেশ। ৪৯ মিনিটে সাদ উদ্দিনের শট প্রতিহত করেন হংকংয়ের গোলরক্ষক। ৬১ মিনিটে হংকংয়ের এক ফরোয়ার্ড দূর থেকে শট নিলেও বল অল্পের জন্য গোলবারের বাইরে চলে যায়। ৭২ মিনিটে সাদ উদ্দিনের ক্রস থেকে ফাহমিদুল ইসলামের সুযোগ নষ্টের পরও আশার আলো জ্বালিয়েছিলেন রাকিব হোসেন।
৭৫ মিনিটে দুই হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন হংকংয়ের ডিফেন্ডার অলিভার গারবিগ। এরপরই ম্যাচে প্রাণ ফিরে আসে বাংলাদেশের খেলায়। ৮৩ মিনিটে ফয়সাল আহমেদ ফাহিমের ক্রস থেকে ফাহমিদুল ইসলামের হেডে বল পেয়ে জালের দেখা পান রাকিব। সেই গোলেই সমতায় ফেরে বাংলাদেশ।
শেষ দিকে জয়সূচক গোলের চেষ্টা করেও আর এগোতে পারেনি দলটি। ১-১ ড্রয়ে ম্যাচ শেষ হলে হতাশা নিয়েই মাঠ ছাড়ে লাল-সবুজরা। ভালো খেলেও জয়ের অভাবেই থেমে গেল বাংলাদেশের এশিয়ান কাপের মূলপর্বে খেলার স্বপ্ন।




































